পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&\s বিভূতি-রচনাবলী তো নাই | সান্ট কোথায় ? ভালু ভাইয়ের নাম ধরিয়া চীৎকার করিয়া ভাকিতে লাগিল— সান্ট-উ-উ-উ—ও-ও সান্ট-উ-উ-কেহ উত্তর দিল না। নৌকাই নাই, উত্তর দিবে কোথা হইতে ভালুর বুকের মধ্যে টেকির পাড় পড়িতে লাগিল । নৌকাওয়ালা সান্ট কে ভুলাইয়া লইয়া গিয়াছে, তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়৷ পলাইয়াছে। ছোট ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো! ডালু ছুটিতে ছুটিতে আসিল । ভালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন । ভালুকে দেখিয়া বলিয়া উঠিলেন—এসে তোমার পিঠের ছালচামড়া তুলি। বের করঢ়ি তোমার পাড়া বেড়ানো । সান্ট, কই ? ডালু বলিল সব কথা। কাদিয়া বলিল—ম, সান্ট-কে ওরা চুরি করে নিয়ে গিয়েচে । মেরে ফেলবে । সে কি ভীষণ কান্না ! কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মাও চীৎকার করিয়া কাদিয়া উঠিলেন । এমন সময় বুকের পাজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল । সে চাহিয়া দেখিল, বুড়ো মাঝিটা তাহার উপর ঝুকিয়া পড়িয়া কি বলিতেছে। সেই দাড়িওয়ালা বুড়ে মাঝিট । ডালু বলিয়া উঠিল—সান্ট,-আমার ভাই সান্ট কে কোথায় নিয়ে গিয়েচ ? W. * -ॐT ? —চালাকি করে না! আমার ভাই সান্ট-কোথায় স্ ে? মেরো না ওকে। —আরে খোকাবাবু বলে কি ? ঘুমের ঘোরে কি রকম গোঙাচ্চে আর বিড়বিড় করচে । এখনো ঘুমের ঘোর কাটেনি দেখচি ! নৌকার ও-খোল হইতে একজন মাঝি বলিয়া উঠিল—চকি জল দাও । ছেলেমানুষ স্বপন দেখেচে । ডালু ধড়মড় করিয়া উঠিয়া বসিল –সেই নৌকা! সেই নৌকার খোল। সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে। ওই তো সান্ট, ঘুমাইতেছে । সান্ট ই তো ! সে ডাকিল—এই সান্ট, ওঠ, —ওঠ, দুই ভাই নৌকা হইতে নামিল । মাঝিরা বলিল—কি ঘুম রে বাবা ! ছেলেমানুষ সব। যাও খোকাবাবুর। সাবধানে বাড়ী যাও । বডড অন্ধকার । পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চড় কাইয়া বলিল—কেবল ঘুম, কেবল ঘুম ! বদর কোথাকার! আবার তোমাকে কোনোনি সঙ্গে নিয়ে আসবে, এসে আবার – যুমুলি কি বলে নোঁকোর মধ্যে তুই ?