পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अ?श $$$. জুতো চাই বুঝি ? চলো এবার কলকাতায় গিয়ে জুতো কিনে দেবো। কাল সতের টাকা প্যালা পেয়েছি আসরে, জানো ? ভাবনা কি আমাদের ? হি-হি— ও দেখচি খাটি আর্টিস্ট মানুষ। ঝড় ভাবওয়ালা আর ও একই শ্রেণীর। পায়াকে এবার যেন ভাল করে বুঝলাম। পান্না সেই ধরণের মেয়ে, যে ভাবের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। সংসারের ধার ধারে না, বেশী খোজ-খবরও না। যা আসে, তাতেই মহা খুলী। ঝড়, মল্লিকের মত পুরুষ আর ওর মত মেয়েকে সাধারণ লোকের পর্য্যায়ে ফেলাই চলে না। আমার তো ওদের মত ভাব নিয়ে থাকলে চলবে না, আমি খাটি বাস্তববাদী। পান্ন স্বা-ই বলুক, আমাকে ওর কথায় কান দিলে চলবে না। কেশবডাঙ্গার বারোয়ারির আসরে পান্নার নাচ আরও দু'দিন হোল। ওর নাম রটে গেল চারি ধারে । সবাই ওর নাচ দেখতে চায়। আমায় বারোয়ারি কমিটির লোকের ডাক দিলে। একজন ব্যবসাদারের গদিতে ওদের মিটিং বসেচে। আমায় ওরা বললে—ও ঠাকুর মশাই, আপনাদের কত্রী কে বলুন আরও দু’দিন এখানে ওঁর নাচ হবে—একটু কম করে নিতে হবে। সবাই ধরেচে তাই আমাদের নাচ বেশী দিতে হচ্চে। বারোয়ারি ফণ্ডে টাকা নেই। —কত বলুন ? —ত্রিশ টাকা দু’দিনে । —আচ্ছা, জিজ্ঞেস করে আসি । —আপনি যদি করে দিতে পারেন, আপনি দু’টাকা পাবেন। --व्षांछह । হায়রে । আমার হাসি পেল। দু’ টাকা । আমার কম্পাউণ্ডার স্ব ধুতে ছ’টাকা ফি চার্জ করতো। পান্নাকে আর কি বলবো, আমি যা করবো তাই হবে। কিন্তু এদের সামনে জানানো উচিত নয় সেটা। আমাকে ওরা দলের রম্বইয়ে-বামুন বলে জানে, তাই ভালো । - একজন বললে—তা হোলে আপনি চট করে জিজ্ঞেস করে আস্বন। আমি বাইরে আসতেই একজনু লোক বললে—একটা কথা আছে আপনার সঙ্গে । আপনাদের কত্রীকে যদি আমরা দু'তিন জনে আমাদের বাগানবাড়ীতে নেমস্তন্ন করি, উনি যাবেন ? بھر —বাগানবাড়ী আছে নাকি আবার এখানে ? —এখানে নয়। এখান থেকে নেীকো করে যেতে হয় এক ভাটির পথ–খোড়গাছির সাতরা বাবুদের কাছারি বাড়ী। সেখানকার নায়েব মুরলীধর পাকড়াশী কাল আসরে ছিলেন । তিনি বলে পাঠিয়েছেন। উনি কি নেন ? —তা জামাকে এ কথা বলচেন কেন ? আমি তো রম্বইয়ে বামুন। উনি কি মেবেম না মেৰেন লে কথা ওঁকে জিজ্ঞেস করলেই ভাল হয়। o -जांनमि या वजरलम fकहे, उट्व कि छांटमम चांबांटाद्र गांश्न श्ब्र ना । कणकांठांब्र