जtष अण 86 বিরক্ত হয়ে মুখ ফেরালাম অল্প দিকে। পুলিশের লোকজন চলে গেল।
আমি কতক্ষণ চুপ করে বসে রইলাম সামনের জানলাটার দিকে তাকিয়ে।
আমার ভেতরে যেন কিছু নেই, আমি নিজেই নেই।
উঃ, পান্না সত্যি চলে গেল ? স্বেচ্ছায় চলে গেল ?
যাকগে। প্রলয় মন্থন করে আমি জয়লাভ করবে। ঘর ভাঙক, দ্বীপ নিৰুক, ঘট গড়গড়ি স্বাক । ও সব মেয়ের ওই চরিত্র। কি বোকামি করেছি আমি এতদিন ।
সামনের দোকান থেকে এক পেয়ালা চা খেয়ে এলুম। চা করতে পারতাম, সবই আছে, কিন্তু পেয়াল পিরিচ নেই, সেগুলো তুলে দিইচি পায়ার গাড়ীতে। ওরই জন্তে শখ করে কেন, ওকেই দিলুম। পুরুষ মানুষের প্রেম অত ঠুনকো নয়, তার শক্ত দৃঢ় ভিত্তি আছে। মরুক গে। ও ভাবনাতেই আমার দরকার কি ?
যাবার সময় একবার বলে গেল না, বেলা হয়েছে, বাজার করে আনলে ভাত খেও ।
अर्थ5
স্বাকৃ-ও চিন্ত চুলোয়।
হোটেল থেকে ভাত খেয়ে এলাম । বাজার থেকে বেছে বেছে মাগুর মাছ কিনে নিয়ে এসেছিলাম ছ'জনে খাবো বলে। সেগুলো মরে কাঠ হয়ে গেল। তারপর দেখি বেড়ালে খাচে |
পাশের বাড়ীর শশিপদ সেকরা আমায় ডেকে বললে—ঠাকুর মশায়, তামাক খাবেন ?
নাঃ ।
—বলি, বাড়ীতে পুলিশ এসেছিল কেন ? .
—তোমার দেখচি কৌতুহল বেশী।
—য়াগ করবেন না ঠাকুর মশাই। আমিও ভালো লোকের ছেলে। অনেক কিছু বুঝি। বলুন না আমারে। н
—ও চলে গেল ।
-ञां #ांकक्रम ?
তারপর শশিপদ সেকর একটু নিচুম্বরে বললে—সেজন্য মন খারাপ করবেন না আপনি । eजद अबनेि एञ्च ।
-कि एग्न ? ... -खरे ब्रकत्र ८झटछ काल बांब्र। ७ जर थांब्रॉबिनौ ।
—তুমি এর কি জানো 7
—জানি অনেক কিছু জানি। মানুষ ঠেকে শেখে আর দেখে শেখে। কিন্তু আমি মশায় ঠেকে শিখেছিলাম। সে গল্প একদিন করবে।”খাওয়া যাওয়া কি করলেন । হোটেঙ্গে ? আহা বজ, কষ্ট গেল। আমায় যদি আগে বলতেন ! এখন কি করবেন ?
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৪৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
