পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्रचpछि . :yፃ? গঙ্গাধর ঢুকিতেই শোভা ঈজিচেয়ার হইতে অধি-ওঠা অবস্থায় বলিল-জাস্থন গদাধর বাবু আস্থান। —আজ্ঞে, নমস্কার । —নমস্কার । বন্ধন । গদাধর বসিলেন। শোভারাণী পড়িতে লাগিল। কিছুক্ষণ কাহারে মুখে কথা নাই। আন্দাজ পাচ-মিনিট পরে শোভা হাতের বইখানি পাশের টিপয়ে রাখিতে গিয়া সেখানে চায়ের পেয়ালা দেখিয়া বিরক্তির স্বরে বলিল—আঃ, এগুলো ফেলে রেখেচে এখনো ! ওরে, ও গোবিন্দ ! গদাধর আমতা-আমতা করিয়া বলিলেন—এই এলাম। শচীন একখানা চিঠি লিখে রেখে এসেছিল আমার বাড়ীতে। আপনার সঙ্গে দেখা করা দরকার নাকি, নিৰ্ম্মলের জন্যে—তাই । এতক্ষণ পরে শোভার মুখে ঈষৎ হাসি দেখা দিল। সে বলিল-নিৰ্ম্মলবাবুর কথা ছেড়ে দিন। আপনি কি নিৰ্ম্মলবাবুর বিশেষ বন্ধু ? —আজ্ঞে, হ্যা । আমি ওর বাল্যবন্ধু । —নিৰ্ম্মলবাবুর অবস্থা ভালো নয় বোধহয় ? —সেইরকমই বটে। কিন্তু সে কি করেচে, বলুন তো ? আমি কিছু বুঝতে পরিচি নে। —সে-কথা আপনাকে ব'লে শুধু মনে কষ্ট দেওয়া ! স্টুডিওর একটা চেক্‌ ভাঙাতে দিয়েছিলাম—দুশো টাকার চেকৃ—তারপর থেকে আর দেখা নেই ! আপনি যেদিন এখানে এসেছিলেন, তার পরের দিন। শুনেচি, কোন্নগরে অাছে—চিঠি লিখেও শচীনবাৰু উত্তর পায় না। অথচ আমার এদিকে টাকার দরকার । গদাধর বুঝিলেন, শচীন যাহা গুরুতর ব্যাপার বলিতেছে—তাহা এমন গুরুতর নয় ! নিৰ্ম্মল মাঝে-মাঝে এমন করিয়া থাকে। র্তাহার চেকু ভাঙাইতে গিয়া ৭ সে এমন করিয়াছে। তলে তিনি বাল্যবন্ধু—তাহার বেলা যাহ করা চলে, সব ক্ষেত্রে তাহ করা উচিত ? নিৰ্ম্মলটার বুদ্ধিশুদ্ধি ষে কবে হইবে । তিনি বলিলেন—তাই তো, ভুরি অন্তfয় দেখচি তার। আমার সঙ্গে একবার দেখা হ’লে আচ্ছা ক'রে ধমকে দেবো । —হঁ্যা, দেবেন তো—দেওয়াই উচিত । মৃদ্ধ উদাসীন কণ্ঠস্বর শোভার। রাগ বা ঝাক তো নাই-ই—এমন কি, এতটুকু উদ্বেগের রেশ পর্যন্ত নাই! গদাধর মুগ্ধ হইলেন । এক্ষেত্রে তাহাকে সামনে পাইয়া চেঁচামেচি করা এবং টাকার একটা কিনারা হওয়া সম্বন্ধে উদ্বেগ প্রদর্শন, পরামর্শ আহবান করা ইত্যাদিই স্বাভাবিক। পাড়াগায়ের মেয়েদের মধ্যে ইহা অপেক্ষা অনেক তুচ্ছ ব্যাপার লইয়া ভীষণ চীৎকার ও রাগারগি করিতে দেখিয়া আমিত্তেছেন তিনি আজীবন। কিন্তু দুশো টাকার ক্ষতি সঙ্ক করিয়াও এমন নিরুদ্বেগ শান্ত ভাব তিনি কখনো দেখেন নাই,--না মেয়েদের মধ্যে, মা পুরুষদের মধ্যে: