পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्रञ्चाडि ኃዓሳ অনুভূতি এত নূতন যে, তিনি নিজের এই পরিবর্তনে কেমন ভীত হইয়া পড়িলেন। স্বামীকে সিড়িতে উঠিতে দেখিয়া অনঙ্গ বলিল—বাপরে ! এত দেরি করবে তা ভো ব'লে গেলে না—আমি ব'সে-ব’সে ভাবচি । —ভাবার কি দরকার আছে ? ছেলেমানুষ তো নই যে, পথ হারিয়ে স্বাবে ! হঠাৎ সেই অপূৰ্ব্ব অস্থভূতি যেন ধাক্কা খাইয়া চুরমার হইয়া গেল। সাধারণ মানুষের মতই দৈনন্দিন একঘেয়েমি ও বৈচিত্র্যহীনতার মধ্যে গদাধর থাইতে বসিলেন। পরদিন সকালে আটটার পরে গদাধর শোভারাণীর বাড়ী গিয়া কড়া নাড়িলেম । ছোকয় চাকরটি দরজা খুলিয়। তাহাকে দেখিয়া চিনিতে পারিল এবং উপরে লইয়া গিয়া বারাগার বেতের চেয়ারে বসাইয়। বলিল—মাইজি নাইবার ঘরে—আপনি বসুন। একটু পরে ভিজে এলো-চুলের রাশি পিঠে ফেলিয়া সম্ভস্নাত শোভা পিমূলের সাদা লাড়ী পরিয়া ঘরে ঢুকিয়া বলিল—এই যে, এলেচেন ! নমস্কার । খুব সকালেই এসে পড়েচেন । বস্বন, আমি আসচি। শোভা পাশের ঘরে ঢুকিয়া দ্বখানা মাসিকপত্র, একখানা লেটারপ্যাড ও একটা ফাউন্টেন পেন লইয়া ঈজিচেয়ারটিতে আসিয়া বসিল এবং চেয়ারের চওড়া হাতলের উপর সেগুলি রাখিয়া গদাধরের দিকে চাহিয়া বলিল—তারপর ? তার মুখও অন্যান্য দিনের মত উদাসীন অপ্রসন্ন নয়। বেশ প্রফুল্ল। এমন কি, ঈষৎ যুদ্ধ হাসিও যেন কখনো অধরপ্রান্তে আসিতেছে, কখনও মিলাইয়া যাইতেছে ! গদাধর পকেট হইতে চেক-বই বাহির করিতে-করিতে বলিলেন—সেই চেক্‌খানা--- শোভা হাসিমুখে বলিলেন—বস্থন, চা খান, আমি এখনও চা খাই নি। স্নান না ক’রে কিছু থাই না। আপনার তাড়া নেই তো ? —আজ্ঞে না, তাড়া নেই । চা কিন্তু একবার খেয়ে— —সেটা উচিত হয় নি। এখানে যখন সকালে আসছেন। কোনো আপত্তি নেই তো ? গদাধর তটস্থ হইয়। বলিলেন—আজ্ঞে না, আপত্তি কি ? শোভা বলিল—ওরে, নিয়ে আয়, ও লালচাদ ! গদাধর দেখিলেন, এ অন্য-একজন চাকর । শোভারাণীর অবস্থা তাহ হইলে বেশ ভালো। তিন জন চাকর আছে, ঝিও একটা ঘুরিতেছে—ঠাকুর নিশ্চয়ই আছে। 'স্টার’-অভিনেত্রী শোভারাণী নিশ্চয় নিজের হাতে রান্না করেন না ! লালচাদ ট্রেতে কু-পেয়াল চা, আর দুখানা প্লেটে ডিমভাজা, টোস্ট ও দুটি করিয়া কলা লইয়া দুটি টিপয়ে সাজাইয়া দিয়া চলিয়া গেল। শোভা বলিল—স্থন দেয় নি দেখচি। আপনাকেও দেয় নি । জা, এদের নিয়ে— · ७ लांआफैंiा ! ... • বি. র৯ ১১–১২