পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী براسواد কি অধিকার আপনার আছে মশাই ? হাসিয়া অঘোরবাৰু বলিলেন—না রেখা বিবি, অধিকার কিছু নেই, জানি! এখন লক্ষ্মীটি হয়ে দু’প একটু কষ্ট করে এগিয়ে গিয়ে, ওই চাতালে বসে যারা স্মৃত্তি করচে, ওখানে যাও না। আমরা একটু পাতলা হয়ে বসি । রেখ। রাগ করিয়া বলিল—অমন রেখা-বিবি, রেখা-বিবি বলবেন না বলচি । •ও কেমন কথা ! না, আমি অমন সব ধরণের কথা ভালবাসি নে । রেখা উঠিয়া ফণ্ডুফড় করিয়া চলিয়া গেল । অঘোরবাবু বলিলেন—তারপর, আপনি তো এই আছেন দেখচি। একটা ব্যবস্থা তাহলে হয়ে যাকৃ। আজ শুভদিন—দোলযাত্র-পূর্ণিমা তিথি। শচীন বলিল—আর এদিকে পূর্ণিমের চাদের ভিড়ও লেগে গিয়েচে ঘোষেদের বাগানবাড়ীতে—আমার মত যদি নাও তবে••• অঘোরবাবু ধমক দিয়া বলিলেন—অহে, তোমার সব-তাতে ঠাট্টা আর ইয়াক ভালো লাগে না । শোন না, কি কথা হচ্চে । গদাধর বলিলেন—আপনি হিসেবটা করেচেন মোটামুটি ? --হ্যা, এখন এগার হাজার আন্দাজ বার করতে হবে আপনাকে । সব হিসেব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আজ চেক-বই এনেচেন ? পাচ হাজার আজই দরকার । বাগানটার লিজ রেজিষ্ট্রি হবে সোমবারে—সেলামীর টাকা আর এক বছরের ভাড়া আজ জমা দিতেই হবে। অনেকখানি জমি আছে—স্ট.ডিওর উপযুক্ত জায়গা বটে । আর একটা কাজ করতে হবে আজ—সব মেয়েদের আজ কিছু কিছু বায়না দিয়ে হাতে রাখা চাই। এই ধরুন, রেখা আছে, খুব ভাল নাচ অর্গানাইজ করে। ওকে রাখতে হবে । তারপর ধরুন স্বষম —ও বেঙ্গল ন্যাশনাল ফিল্ম স্টুডিওতে এখনও কাজ করে, ওকে আগে আটকাতে হবে । একবার ওদের সব ডাকিয়ে এনে যার-যার নাচ-গান দেখে-শুনে নেবেন নাকি ? শচীন বলিল—না, না, সেটা ভালো হয় না। ওর। সবাই নামজাদা আর্টিস্ট—ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করচে, কেউ-বা করেচে–ওদের নাম কে নজানে ? এই ধরুন, স্বযমা--- অঘোরবাৰু আঙলে টাকা বাজাইবার ভঙ্গি করিয়া বলিলেন—আরে রেখে দাও আর্টিস্ট —সবাই আর্টিস্ট ! আমিই কি কম আর্টিস্ট ? টাকা খরচ করতে হবে যেখানে, সব বাজিয়ে নেবো—এই রকম ক'রে বাজিয়ে নেবো। আমি বুঝি, কাজ। এই অঘোরনাথ হালদার সাতটা ফিল্ম কোম্পানি এই হাতে গড়েচে, আবার এই হাতে ভেঙেচে । ও কাজ জার আমায় তুমি শিখিও না। গদাধর বলিলেন—যাক, ওসব বাজে কথায় কান দেবেন না। আপনি স্ব ভালো বুঝবেন, করুন। কত টাকা চাই এখন বলুন ? —তাহলে ওদের সব ভাকি। পৃথক-পৃথক কষ্ট্রাক্ট হোকৃ—সোমবার সব রেজিষ্ট্রি DDDSBB BBB DDDD BD DDHH BBBSAAA BBB DDHHH BBB BB