८खTांडिग्निछ५ &ፀዓ
মাখন বললে—এস খোকা। ও সব মাটির জিনিসে হাত দিও না । বসে এখানে এসে ।
ভেঙে যাবে | -
—আচ্ছা, তুমি তামাক খাও কেন ?
মাখন হাসিমুখে বললে—শোন কথা । তামাক খায় না লোক ?
—মেয়েমান্বযে খায় বুঝি ? কই আমার মা তো খায় না। বাবা খায়।
—শোন কথা । যে খায় সে খায় ।
—কুস্কমের বাবু আমায় খাস্তা গজা দেবে।
—বটে ? বেশ বেশ ।
—তোমার বাবু কোথায় ? -
মাখন মুখে আঁচল-চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল
—হি হি—শোন কথা ছেলের, কি যে বলে । হি হি—ও কুস্মি শুনে যা কি বলে তোর ছেলে—
মাখনের বয়স কুসুমের চেয়ে বেশী বলে আমার মনে হত । কুস্থম সব চেয়ে দেখতে স্বন্দর। মাখনকে দিদি বলে ডাকত কুস্কম।
কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারও ঘরে যেতে । আমি প্রকৃতপক্ষে যেতাম খাবার লোভে । কিন্তু অন্য মেয়েদের ঘরের বাৰু কখন আসত কি জানি । সুতরাং সে বিষয়ে আমার হতাশ হতে হয়েছিল। কুস্কম আমায় ঘরে নিয়ে গিয়ে বকলে। বললে—অত শত কথায় তোমার দরকার কি শুনি ? তুমি ছেলেমানুষ, কোন ঘরে যেতে পারবে না, বসে এখানে ।
—আমি প্রভার কাছে যাব---
—কেন, সেখানে কেন ? যা তা বলবে সেখানে গিয়ে আবার ? বোকা ছেলে । খাওয়ার লোভ, না ? এই তো দিলাম কুলচুর ।
আমি আশ্চর্ঘ্য হওয়ার স্বরে বললাম—আমি চেয়ে খাই নি। প্রভাকে জিজ্ঞেস করে।
—বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে ।
—একটিবার যাব ? যাব আর আসব।
সত্যি বলছি প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয়, যতটা একটা টিয়া পাখী ।
টিয়া পাখীটা বলে—রাম, রাম, কে এলো ? দুর ব্যাট, কাকীম, কাকীমা। আমি ঢুকে দাড়ালেই বলে—কে এলে ?
—আমার নাম বাস্বদেব ।
—কে এলে ? কে এলে ?
আমি ছেলে উঠলাম। ভারি মজা লাগে ওর বুলি শুনতে। অবিকল মানুষের গলার মত কথা—কে এলে ? কে এলে ?
প্রভা বাইরে থেকে বললে—কে ঘরের মধ্যে ?
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৬৭
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
