३éरै विकृङि-ब्रक्रमांक्लेौ
পরদিন সকালের দিকে আমার জর এল । চার-পাচ দিন একেবারে শয্যাগত । একজন বুড়ো ডাক্তার এসে দেখে-শুনে ওষুধ দিয়ে গেল ।
জানলার ধারেই আমাদের তক্তপোশ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুকুম দাড়িয়ে আমাদের ঘরের উণ্টে দিকের বাড়ীর দিকে তাকিয়ে আছে। ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরও দুখানা বাড়ীর পরে একখানা বাড়ীর দরজায় দাড়িয়ে ।
আমি ডাকলাম—ও কুসুম—
কুসুম পেছনে ফিরে আমায় দেখতে পেল । মাখনকে ডেকে বললে—দিদি, এই বাড়ী— এই যে—
মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানলার ধারে দাঁড়াল ।
কুসুম বললে—কি হয়েছে তোমার ? যাও না কেন ?
মাখন বললে—কুস্মি ভেবে মরছে। বলে, বামুন খোকার কি হল । আমি তাই বললাম, চল দেখে আসি ।
বললাম—আমার জর আজ পাচ দিন ।
কুসুম বললে—তোমার মা কোথায় ?
—কুস্কম, তুমি চলে যাও। মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না। আমি সেরে উঠেই যাব । চলে যাও তোমরা । 40
ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুঙ্কম এসে রাস্তার ওপর দাড়াল। নিচু স্বরে বললে—যাব ?
মা ঘরে নেই। বঙ্কিনাথদের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে আমি জানি । এই গেল একটু আগে। আমায় বলে গেল—ছোট খোকার দ্বধটা দেখিল তো যেন বেড়ালে খায় না, আমি বস্তিনাথদের ঘর থেকে ডাল নিয়ে আসি ।
হাত দেখিয়ে বললাম—এস ।
ও জানলার বাইরে দাড়িয়ে বললে—কেমন আছ ?
—ভাল। কাল ভাত খাব।
—দুটো কমলানেৰু এনেছিলাম। দেব ?
--দাও তাড়াতাড়ি !
-(3 ||
-ईT ।
—অস্থখ সারলে যেও—
—যাব ৷
—কাল ভাত থাবে ?
—বাবা বলেছে কাল ভাত খাব ৷
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/২৭২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
