পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুশল পাহাড়ী ●ፃ¢ তক্ত-বাধা জেটির গায়ে এসে লাগবার শব্দ । আমাদের বন্ধু ললিত প্রকৃতিকে দেখবার চক্ষু হারায় নি। সে দেখে-শুনে বলে উঠলোঁ— শুধু এখানে বসে থাকো—ব্যস্, আর কিছু না । —তা খাওয়া ? —সে হয়ে যাবে। বলে সে তাচ্ছিল্যের সঙ্গে হাত নেড়ে কি যে নির্দেশ করলে, কেউ বুঝতে পারলে না । বল্লাম—বোট চড়বে ? —হঁ্যা ভাই । কিন্তু সন্ধ্যায়, জ্যোৎস্না উঠলে । কি বলে ? --রাত্রে তাহলে এখানে থাকতে হবে । —থাকলাম । —খাওয়া ? —সে হয়ে যাবে। বলে সে আবার পূর্ববং অর্থহীন ইঙ্গিত করলে হাত গেড়ে । আমার ইচ্ছা যে একেবারে না ছিল তা নয় । মোটর থেকে সবাই নেমে পড়লাম । বাংলোর চৌকিদারকে ডাকাডাকি করা গেল, কোন পড়াশপ পাওয়া গেল না। আমরা বাংলোর বারান্দায় জিনিসপত্র নামিয়ে রেখে সেখানে বসলাম । উদ্দেশ্ব, চা তৈরি করার চেষ্টা দেখা । ললিত শীঘ্রই শুকনো কাঠকুটো কুড়িয়ে নিয়ে এসে চা চড়িয়ে দিলে । করণ সিং চৌকিদারকে ডাকতে গেল । চ। খাওয়| শেষ হল । সর্য্য অস্ত গেল ওদিকে পাহাড়শ্রেণীর ওপারে। চমৎকার ছায়াভরা প্রাস্তর ও বনামী । বনানীপ্রান্তস্থ এই বিরাট সরোবর । পাহাড়ের প্রতিবিম্ব ফুটে উঠেচে নিৰ্ম্মল কাকুচক্ষু জলের পশ্চিম কোণে । পাখি-পাখালির কলরব ভেসে আসচে পাহাড়ের দিক থেকে । এমন সময় করণ সিং চৌকিদারকে নিয়ে এলে দেখা গেল যে চৌকিদার একটি ষোলসতেরো বছরের ছেলে । নাম তার ট্যাম্পা ৷ . আমরা বল্লাম—কোথায় গিয়েছিলি ? —হাটিয়া মে । —র্কাহ কী হাটিয়া ? —গবিনপুর, দো মিল ইহাসে । পাহাড় কা বগল মে । —রাত মে হামূলোক বাংলো মে ঠহরনে সেকেগা ? * —জী । কাহে নেহি ? রহু যাইয়ে আপলেক । মগর হামারা পাস্ চাভি তে হায় লেহি । —চাভি কাহা গিয়া ? —মেরে চাচাকে পাস হয়ে মকান মে । হাম যায় গা, মাগয় গা । —তব যাও, আউর মাগাও—