8 R • বিভূতি-রচনাবলী
- 8 ||
—আমায় বকবি না তো ?
-नीं ।
—কাল ইকু দিবি ?
—এখনই দিচ্চি, আবার কাল কেন। দাড়া। একটা কঞ্চি পাচ্চি নে—বড় উচু।
মনটার মধ্যে কেমন করে উঠলো । মাঝিকে বল্লে—গোটাকতক পাকা মাকাল ফল নিলে হত—থামাও নৌকো—
—ও কিহবে বাৰু?
—কিছু না । ছেলেপুলেরা খেলা করবে।
—চলুন, আগে অনেক আছে। এখন বেলা পড়ে গিয়েচে, বন-ঝোপের মধ্যে নামে না।
মনে পড়লো কোন দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলতে ( যেমন সেবার ওর হাতঘড়িটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে এবং মায়ের বকুনি খেয়ে )— বাবা, আমি দ্বত্ত, করি নি—আমি ভালো ?
—খুব ভালো । তুমি দুত্ত করনি তো ? কে দুত্ত করে তবে ?
—না। রবি ছত্ত করে, চন্দন দুত্ত করে । বাবা, আমি ভালো ?
—খুব ভালো । ঘড়িটা কে ভেঙেচে ?
- |
—ও, বটে ।
একবার খোকার টাইফয়েড হয়েছিল । জরের ঘোরে সে কেবল বলতেী—বাবা, অমুখ সেরে গেলে ভালো তেল মেখে নদী থেকে নেয়ে আসবো—
সীতানাথের বুক কেঁপে উঠতে । নদীতে নাইবার কথা বলচে কেন ? এটা কি খারাপ
লক্ষণ ?
জরের ঘোরে কেবল ডাকতো—বাবাই—ও বাবাই—
—এই যে খোকা— t
—বাবাই, আমার কাছে বোস । কোথাও যাস নে ।
আবার খানিক পরে বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো—বাবাই, নয়েচ তো ?
الة f يعــه
—তয়ে নয়েচ নাকি ?
—বসে আছি !
—থাক্ । আমি ঘুমুই—
—যুমোও l
কি একটা দুৰ্গন্ধ বেরুলো হঠাৎ । মাঝি ও তার সহযাত্রী নাকে কাপড় দিলে । বঙ্গে— কিসের গন্ধটা হে ?
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৪০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
