পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ses বিভূতি-রচনাবলী বাবা হরিনাম না করে জল খেত না, তুই মদ খাস? আমাদের কথা বাদ দে, আমরা তো উচ্ছন্ন গিয়েচি– । 町 অশ্বিনী হেসে বল্পে—চলুন বাৰু। —এখন ও সব খাব না। আসরে ভিড় হয়ে গেলে জায়গা পাব না বসবার। এখানে আমাকে চেনে কে ? কেউ খাতির করবে না। —বসবার জন্যে কোন ভাবনা নেই বাবু। সে ভার আমার উপর রইল ! —না, তুমি আমাকে মাপ করে। আমি এই বিদেশ বিভূয়ে এসে মদটা খাবো না । মা বাড়ী থেকে বেরোবার সময় বারণ করে দিয়েচে–মাইরি বলচি । —আচ্ছা তবে খাবারের দোকানে আম্বন । থানকতক সিঙ্গাড়া খাবেন চলুন— খাবার-দোকানে বেশ খানিকট দেরি হয়ে গেল। এদিকে আমি খেতে খেতেই দেখচি আসর লোকে ভৰ্ত্তি হয়ে গেল । সেখানে আমার মত বিদেশী লোককে কেউ বসতে জায়গা দেবে না । অশ্বিনী বড় গোলমাল বাধালে দেখচি । অশ্বিনীকে কথাটা বলতে সে হেসে বল্লে—কেন ভাবচেন বাবু । আমি যখন আছি, তখন আপনি নির্ভাবনায় থাকুন। খুব ভাল জায়গায় আপনাকে না বসিয়ে দিতে পারি তবে আমি অবাই দাস বৈরাগীর ছেলে নই ৷ অশ্বিনীর এ আশ্বাস-বাণীতে আমার কিন্তু ভরসার উদ্রেক হল না বিন্দুমাত্রও। ও নেশার ঝোকে দায়িত্বহীন আবোল-তাবোল বকচে । ওকে কে পুছবে এত বড় আসরের মধ্যে ? আজ এত কষ্ট করে এত দূরে যাত্রা শুনতে আসা দেখচি নিরর্থক হয়ে গেল। কি হাঙ্গামা বাধালে অশ্বিনী । অশ্বিনী আমার হাতে দুটো পান এনে দিয়ে বল্লে—থান, আমি জামাটা গায় দিয়ে আসি । —আরও দেরি করবে অশ্বিনী ? আমার আজ আর যাত্রা দেখা হল না । —ন হয় তো জুতো খাব আপনার কাছে। সে চলে গেল। আমি নিরুপায় হয়ে সেই পানের দোকানের সামনে বসেই রইলাম, কারণ তখন আমার একার কৰ্ম্ম নয় –এতবড় আসরে ভিড় ঠেলে ঢুকে জায়গা করে নেওয়া । যখন ও আবার ফিরে এল তখন আসরে কনসার্ট বাজনা শুরু হয়ে গিয়েছে। দেখি ও বেশ সেজেগুজে এসেচে। গায়ে একটা মটকার পাঞ্জাবী, মাথায় একখানা চাদর পাগড়ির মত করে বাধা, দিব্যি ফর্সা ধুতি পরনে ও কি বিষয়-কৰ্ম্ম করে তাও জানিনে, একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হল। ওর পেছনে পেছনে আসয়ে ঢুকলাম। যেখানে যাত্রার দল বসে কনসার্ট বাজাচ্চে সেই ফটকে জনকয়েক ভলাটিয়ার দাড়িয়ে ফটক পাহার দিচ্চে। অশ্বিনী গিয়ে সেই ফটকে দাড়ালো । ভলাটিয়াররা ভাবলো, আমরা যাত্ৰাদলের লোক। পথ ছেড়ে দিয়ে দাড়ালো এক পাশে । তার একটু আগে প্রথম দফা কনসার্ট বাজনা থেমেচে সবে। এমন সময়ে একটা আশ্চৰ্য্য ব্যাপার ঘটলো । - জলের পাখোয়াজ-বাজিয়ে হঠাৎ ফটকের দিকে চেয়ে অশ্বিনীকে দেখতে পেয়ে সচকিত