পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুশল পাহাড়ী ģśě —ভম্ভে, আপনার যা আজ্ঞ । আয়ুষ্মান নন্দ জ্যেষ্ঠের ডাক শুনে প্রমাদ গণলেন । সমবয়সী ভিক্ষুক উন্ম.কের কাছে আজই সকালে দু-একটা বেফাঁস কথা বলে ফেলেছিলেন বটে মনের দুঃখে । কিন্তু— ভগবান জিন কনিষ্ঠের মুখের দিকে স্নেহভরে চেয়ে বললেন, নন্দ, তুমি কারও কাছে কিছু বলছিলে আজ ? —ভস্তে, বলেছি । —বলেছ যে, ব্রহ্মচৰ্য্য পালন করা আর তোমার দ্বারা সম্ভব নয়, তুমি গৃহস্থাশ্রমে প্রত্যাবর্তনে উৎম্বক ? —ভস্তে, এ কথা সত্য । —কারণ কি আমাকে বলবে ? রাজকুমার নন্দ মাথা হেঁট ক’রে নীরব রইলেন। কোনও কথা বললেন না । ভগবান জিন বললেন, লবণ এনেছ ? —ভস্তে, এনেছি । —স্থালীতে নিক্ষেপ কর । -शर्थ आखित । এখন বল, ব্রহ্মচৰ্য্য পালন কেন তোমার দ্বারা অসম্ভব ? গৃহত্যাগ ক’রে প্রত্ৰজ্য গ্রহণ করেছ, এখন আবার গৃহে ফিরতে চাও কি জন্যে খুলে বল । আয়ুষ্মান নন্দ অল্পক্ষণ চুপ করে থেকে চোখ মাটির দিকে রেখে বলতে আরম্ভ করলেন, ভস্তে, আমায় প্ৰগলভতার জন্যে ক্ষমা করবেন। আমার সংসার ভোগ করার স্পৃহা গেল না। আর একটি কথা, যখন সেদিন ফলপূর্ণ করশুক হস্তে আপনার সমীপে মুগ্রোধারামে যাই, তখন আপনার ভ্রাতৃবধু জনপদকল্যাণী গৃহদ্বারে দাড়িয়ে সপ্রেম দৃষ্টিতে আমার দিকে চেয়ে বার বার ব্যাকুল স্বরে বলেছিল, ফিরে এসে তাড়াতাড়ি, প্রিয়, বিলম্ব ক’রো না যেন । তার সেই আলুলায়িতকুন্তলা মূৰ্ত্তিতে আজও যেন সে সেই দ্বারে দাড়িয়ে আমায় ডাকছে। আমি তার সে মৃত্তি ভুলতে পারছি না, দেব। আমায় গৃহস্থাশ্রমে ফিরে যেতে অনুমতি দিন । বুদ্ধদেব প্রসন্ন হাস্তে বললেন, সাধু আয়ুষ্মান নন্দ, সাধু! তুমি সত্যবাদী, অকপট । এই জন্তেই তোমাকে গৃহের বাহিরে এনেছিলাম। তুমি কুলপুত্র, সত্যজ্ঞানের জন্তে গৃহত্যাগ করে এসে আবার গৃহে ফিরে গেলে অত্যন্ত নিন্দার কথা হবে সেটা । বংশ পতিত হবে। তপস্তা কর, নতুবা জ্ঞান লাভ হবে না। কৰ্ম্মই কৰ্ম্মকে জানিয়ে দেবে ; ক্রমে আনন্দ ও বল পাবে মনে। আপাতমধুর অনিত্যবস্তুর প্রলোভনে শ্রেয় ত্যাগ করা কি বুদ্ধিমানের কাজ ? যাও, খুব মনোযোগের সঙ্গে চেষ্টা কর । রাজপুত্র আয়ুষ্মান নন্দ নিজের কুটিরে ফিরলেন। আবার কিছুদিন ধরে একমনে অষ্টাঙ্গিক মার্গের অঙ্কুশীলন চালান অধ্যবসায়ের সঙ্গে । বিনয়গুলি যথাযথ প্রতিপালন