পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&y विङ्कडि-ब्रळनांवनौ মত নির্বিবন্ধ্যা নদীর শীতল জলে অবগাহন স্নান করতে চললেন । ভিক্ষু তিস্ত ভগবান জিনের জন্য দস্তকাষ্ঠ রেখে গেলেন । # এমন সময় অহং-জীবনের প্রথম নবীন প্রভাতে আয়ুষ্মান নন্দ ধীরপাবিক্ষেপে জ্যেষ্ঠ ভ্রাতার সমীপে উপস্থিত হলেন । নিম্নস্বরে নতমস্তকে নিবেদন করলেন, ভস্তে, আমাকে যে জন্য উপসম্পদ দান করেছিলেন, তা আজ সফল হয়েছে। আমায় আশীৰ্ব্বাদ করুন । ভগবান বুদ্ধ বললেন, আমি জানি, নন্দ । তোমার জন্মগ্রহণ অন্ত সার্থক। আমার আশীৰ্ব্বাদ গ্রহণ কর । @ নন্দ বললেন, ভস্তে আর একটি কথা— —বল । —পূৰ্ব্বে আমাকে আপনি একটি প্রতিশ্রুতি দান করেছিলেন। —করেছিলাম । —ভস্তে, আমার আর তাতে কোন আবশ্ব্যক নেই । —অঙ্গরাদের তুমি গ্রহণ করতে চাও না ? —ভস্তে, ক্ষমা করবেন। আপনিই আমায় সাংসারিক আসক্তি থেকে মুক্তি দিয়েছেন । —তোমার ভ্রম, নন্দ । মুক্তি কেউ কাউকে দিতে পারে না। তুমি নিজেই নিজেকে মুক্ত করেছ। আমি শুধু উপায় বলে দিয়েছি মাত্র। আর একটি কথা— —ভস্তে, বলুন । —আমি স্বর্গে তোমাকে নিয়ে যাইনি। এখানে এই বৃক্ষতলে বসেই ওই দৃত তোমাকে দেখিয়েছি । যখন দেখলাম, তোমার তরুণ চিত্তবৃত্তি নারীতে আসক্ত, তখন সেই পথেই যাতে তুমি প্রজ্ঞা-বিমুক্তি লাভ কর, তার জন্যে ওই একটি অলীক কল্পনার আশ্রয় আমার নিতে হয়। ওই সব অন্সর কোথাও ছিল না, স্বপ্নে দৃষ্ট গন্ধৰ্ব্বনারীর মতই ওই স্বৰ্গও অলীক ।