छा?र्ष अण (of
পান্না যে প্রশ্ন করলে, তার উত্তর আমি দিলাম না ।
আমি এখন ওর প্রশ্নের উত্তর দেবার অবস্থায় নেই। আমার মন যেন অসীম অনন্ত আকাশে নিরবলম্ব ভ্রমণে বেরিয়েচে । দুরন্ত সে পথ-যাত্রা । কিন্তু পান্না যে আগ্রহ জাগিয়েচে তা পরিতৃপ্ত করতে পারবে কি ?
পান্নার মুখে আবার সেই দুষ্টুমিভরা হাসি । বললে—উত্তর দিলেন না যে ।
আমি বললাম—পান্না, তুমি আমার সঙ্গে কতদূর যেতে পারবে ?
ও হাসি-হাসি মুখে বললে—কেন ?
—কলকাতায় গিয়েও কাজ নেই।
—সে কি কথা, কোথায় যাবে। তবে ?
—আমি যেখানে বলবো ।
—কলকাতায় যাবে না—তবে আমার বাসাবাড়ী, জিনিসপত্তর কি হবে ? থাকৰে৷ কোথায় বলুন ?
—ও সব ভাবনা যদি ভাববে তবে আমায় নিয়ে এলে কেন ?
—আপনার কি ইচ্ছে বলুন।
—বলবো পান্না ? পারবে তা ?
—ধ্যা, বলুন।
—আমার সঙ্গে নিরুদ্দেশ যাত্রায় ভাসতে পারবে ?
পান্না ঘাড় একদিকে বেঁকিয়ে বললে—কোথায় ?
—যেখানে খুশি । যেখানে কেউ থাকবে না, তুমি আর আমি শুধু থাকবে। যেখানে হয়, যত দূরে—
—ছ-উ-উ-উ—
—ঠিক ?
—टैिक ।
বলেই ও আবার আগের মত হাসি হাসলে।
ওর ওই হাসিই আমাকে এমন চঞ্চল, এমন ছন্নছাড়া করে তুলেচে। নিরীহ গ্রাম্য ডাক্তার থেকে আমি দুঃসাহসী হয়ে উঠেচি–ওই হাসির মাদকতায় । বললাম—সব ভাসিয়ে দিতে রাজী আছি আমার সঙ্গে বেরিয়ে ?
—সব ভাসিয়ে দিতে রাজী অাছি আপনার সঙ্গে ।
বলেই ও খিলখিল করে হেসে উঠলো।
গাড়ীতে এই সময়টায় কেউ নেই। আমি ওর হাত দুটো নিজের হাতে নিয়ে বললাম— তাহলে কলকাতায় কেন ?
—না । আপনি যেখানে বলেন—
–ভেবে ভাখো । সব ছাড়তে হবে কিন্তু। খেমটা নাচতে পারবে না। টাকাকড়ি
বি• র• ১১—e
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৮৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
