পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अटै५ जण ᏬᏄ –তাই শুধুচ্চি। —যশোর জেলায় । বুড়ী বসে পড়লো ঘরের মেজেতে। সে ঘরের মেজেতে সবট গদি-তোশক পাতা, তার ওপরে ধবধবে চাদর বিছানো, এক কোণে দুটো রূপোর পরী, তাদের হাতে হকে রাখবার খোল। দেওয়ালে দুটো ঢাকনি-পরানো সেতার কিংবা তানপুরো, ভালো বুঝি না। পাচছ’খানা ছবি টাঙানো দেওয়ালে। এক কোণে চৌকি পাতা, তার ওপরে পুরু গদি পাতা বিছানা, ঝালর বসানো মশারি, বড় একটা কাসার পিকদান চৌকির তলায়। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্ত্বেও মনে হয় সবটা মিলে অমাজ্জিত রুচির পরিচয় দিচ্চে, গৃহস্থবাড়ীর শাস্তত্র এখানে নেই। বুড়ী বললে—তুমি ক'দিন থাকবে বাবা ? —কেন বলুন তো ? —পান্না তোমাদের দেশে গান করতে গিয়েছিল ? 一酸m 1 –তাই যেন তুমি ওর সঙ্গে এসেচ পৌছে দিতে ? –তাই ধরুন আর কি । —একটা কথা বলি। স্পষ্ট কথার কষ্ট নেই। এ ঘরে তুমি থাকতে পারবে না। ওকে রোজগার করতে হবে, ব্যবসা চালাতে হবে । ওর এখানে লোক যায় আসে, তারা পয়সা দেয়। তুমি ঘরে থাকলে তারা আসবে না। যা বলে। আমি স্পষ্ট কথা বলবে। বাপু ! এতে তুমি রাগই করে, আর যাই করে। এসেচ দেশ থেকে ওকে পৌছে দিতে, বেশ। পৌছে দিয়েচ, এখন দু-একদিন শহরে থাকে, দেখো শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও— আমি যা বুঝি। চিড়িয়াখান দেখেচ ? স্কুলায়েড দেখেচ ? না দেখে থাকে আজ দুপুরে গিয়ে দেখে এস— এই সময় পান্না ঘরে ঢুকে বুড়ীর দিকে চেয়ে বললে—মাসী, ঘরে বসে কি বলচো ওঁকে ? বুড়ী ঝাঝের সঙ্গে বললে—কি আবার বলবো ? বলচি ভালো মানুষের ছেলে, কলকেভ। শহরে এসেচ, শহর দেখে দু'দিন দেখাশুনো করে বাড়ী চলে যাও। পৌছে তো দিয়েচ, এখন দেখো শোনো দুদিন, খাও মাথো—আমি তো না বলচি নে বাপু ও ছড়ি যখনই বাইরে যায়, তখনই ওর পেছনে কেউ না কেউ—সেবার খুলনে গেল, সঙ্গে এল সেই পরেশবাৰু। পোড়ারমুখো নড়তে আর চায় না। পনেরো দিন হয়ে গেল, তবু নড়ে না—বলে, পান্নার সঙ্গে আমার বিয়ে দাও মাসী—সে কি কেলেঙ্কারী ! তবে পান্না তাকে মোটেট আমল দেয়নি, তাই সে টিকতে পারলো না—নইলে বাপু, তা আমন কত এল, কত গেল। পাম বললে—আঃ মাসী, কি বলচে বসে বসে ? যাও— বুড়া হাত-পা নেড়ে বললে—স্বাবে না কি থাকতে এসেচি ? তোমার ঘাড়ে বাসা বেঁধে বসেচি ? এখন অল্প বয়েস, বয়েস-দোষ ষে ভয়ানক জিনিস। হিত কথা শুনৰি