পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগতের শত শত অসমাপ্ত কথা যত, অকালের বিচ্ছিন্ন মুকুল, অজ্ঞাত জীবনগুলা, অখ্যাত কীর্তির ধূলা, কত ভাব, কত ভয় ভুল— সংসারের দশদিশি ঝরিতেছে অহৰ্নিশি

  • ঝরঝর বরষার মতো— বিভূতিবাবু সেই কয়েকটি অসমাপ্ত কথার সেই দু’চারটি অশ্রজলের মুক্তামাল গেঁথে দিয়েছেন ।

বিভূতিভূষণের গ্রন্থাবলীর প্রস্তুত খণ্ডে দুটি গল্পের বই স্থান পেয়েছে। এতে সবসুদ্ধ বাইশটি গল্প আছে। কিন্নর দলের অন্তভুক্ত এগারটি গল্পের মধ্যে আটটি গল্প—অর্থাৎ তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প', 'বুধীর বাড়ি ফেরা' ও 'বিধু মাস্টার’ ছাড়া—সব গল্পই নারীহৃদয়ের ট্রাজিক কাহিনী এবং সে গল্পগুলি পথের পাচালী, অপরাজিত ও দৃষ্টি-প্রদীপের মধ্যে থাকলে অসঙ্গত হত না। কোন কোন গল্পের প্রতিফলনও আছে উপন্যাস তিনটিতে । যেমন কিন্নর দলের প্রথম গল্প ‘মণি ডাক্তার’। গল্পটি পড়লে অপরাজিতর নির্মলার এবং পটেশ্বরীর কথা মনে পড়ায়, দৃষ্টিপ্রদীপের হিরন্ময়ীর কথাও মনে পড়ায়। ‘একটি দিনের কথা’র রানীর সঙ্গে তুলনা করা যায় অপরাজিতর রানীদির। গল্পটিকে রাণীদির পূর্বকথা বলেও ধরতে পারি। খোস গল্প বিভূতিবাবুর শ্রেষ্ঠ গল্পের অন্যতম। গল্পের নেপথ্যচারিণী পাড়াগায়ের মেয়েটির বৃথা আশাহত প্রতীক্ষার প্রতিকারহীন নিষ্ফল বেদনা বুকে ‘বাজে । অত্যন্ত নিষ্ঠুর গল্প। বিধু মাস্টার ও ভালো গল্প । ‘বুধীর বাড়ি ফেরা ভালো পশু-গল্প। বাংলা সাহিত্যে এমন ছোটগল্প খুব কমই আছে। ‘তারানাথ তান্ত্রিকের গল্প অলৌকিক কাহিনী বলে স্বতন্ত্র আলোচনা করছি। তবে এটিও এক হিসাবে নারীষ্ট্রাজেডি, তবে সে নারী মানবী নয়, দেবযোনি । দেবযোনিরও প্রেমের ক্ষুধা আছে, সে ক্ষুধা মেটে মানবের সঙ্গমুধায়। কিন্তু সে সঙ্গ ক্ষণিকের জন্য । ক্ষণিক মিলনের পরে যে চিরন্তন বিচ্ছেদ তা মানবকে উন্মাদ করে দেয়, দেবযোনি ফিরে যায় সঙ্গীহার, নিম্প্রেম সৌন্দর্যদীপ্তির অতৃপ্তিলোকে । কিন্নর দলের আট-নটি গল্পকে যদি একটি বইয়ে স্থান দেওয়া যেত তবে সে বইয়ের কিছু মিল হত রবীন্দ্রনাথের 'পলাতকার’ সঙ্গে । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এবং গ্রন্থাকারে অপ্রকাশিত যে এগারোটি গল্প বিভূতিবাবুর মৃত্যুর পরে ‘রূপহলুদ নামে প্রকাশিত হয়েছে তার সম্বন্ধে আমার একটি জিজ্ঞাসা আছে তা পাঠকের কাছে নিবেদন করি। কেন এই নাম ? 'রূপহলুদ মানে কী ? "রূপতরাসী জানি, ঠাকুরমায়ের ঝুলিতে আছে, রূপসোনা জানি—গায়ের নাম । ‘রূপহলুদ কি রূপ বাড়াবার জন্তে হরিদ্রলেপ ? না ‘গায়ে-হলুদ এর আঞ্চলিক রূপান্তর ? কিন্তু নামটির সঙ্গতি কোথায় ? অবশ্ব যদি হলুদ বলতে সোনা ধরা যায় তবে আপত্তি করব না %. যাই হোক, নামে কিছু যায় আসে না। রূপহলুদে সংকলিত একটি রচনা গল্প নয় ( 'ছোটনাগপুরের জঙ্গলে' ), আর একটি রচনাও প্রায় তাই ("বশেল' )। বাকি নটি গল্পের মধ্যে পাচটি অলৌকিক বা ভৌতিক। সেগুলি পরে আলোচনা করছি। বুড়ো হাজরা কথা কয় মনে হয় যেন দৃষ্টি-প্রদীপ থেকে সরিয়ে আনা। ‘আমার ডাক্তারি' কিন্নর দলের অন্তভুক্ত 'মণি ডাক্তার গল্পেরই রূপান্তর। সেই সঙ্গে দৃষ্টিপ্রদীপের নিমৰ্চাদের বৌয়ের কথাও মনে পড়ায়।