পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉b々 বিভূতি-রচনাবলী মধ্যে হারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্জ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিবিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে জালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় । ডাক্তারের বেী স্তম্ভিত হয়ে স্থাণুর মত স্থির হয়ে থাকলো মুহূৰ্ত্ত, তারপর বললে, “বেীমা, ওকি করছে মা !" বে যুদ্ধ ক্ৰন্দনের স্বরে বললে, “দেখ দিকি মা, আলোটা কিছুতেই জলছে না।" বৌমার জ্ঞান সহসা ফিরে আসে । কিংকৰ্ত্তব্যবিমূঢ়ের মত তাকিয়ে থাকে ডাক্তারের বৌয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে—তারপর ত্বরিতে বৌমাকে পরীক্ষণ করে বলে, “শীগ গীর আগুন করে ওঁর হাত-পা সেঁক কর " এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিটু পিটু করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইনজেকশন কবে দিলে, তারপর বাইরে গিয়ে বললে, "ন, এত করেও বৌমাকে বাচাতে পারলুম না।" নয়নকোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রীকণা। ডাক্তারের বৌয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের স্তায় । মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে। তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পারের ঘাটে । ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এল দূরান্তর থেকে আর এল তার মেজদি, গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষক্ষণে । তবুও বৌমা বাচল না। ডাক্তার কাদলে আর কাদলে। তার বেী, মুতার স্বামী ও মেজ ননদ । শুধু কাদে নি তার বিধবা ছোট ননদ ; কারণ মৃত্যর সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর-যাবৎ । আর সেই কারণেই সারারাত দিকভ্ৰান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন-সাতেক পর ডাক্তারের বেী কোন এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতকগুলো শুকনে তরকারী । পুরোনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো, একটা ব্যথিত দীর্ঘনিশ্বাস বুকের মধ্যেই চেপে ধরলো। মৰ্ম্মম্ভদ বিচ্ছেদবেদন লাঘব করলে না সশক শোকাওঁ বাক্যবিন্যাসে, কেবল সজল নয়নে তাকিয়ে রইলো সেই বাটির পানে আর শুক্নো তরকারীগুলোর পানে । ভারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুকুন্দরী দেবীর আবির্ভাব তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই । সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সম্বরণ করা আমার পক্ষে ছুঃসাধ্য। জগতে কি ঘটে না-ঘটে তাহার কতটুকুই qi of Tai o off f “There are more things in Heaven and Earth, Horatio” REIff stessif I NS są się simfò শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস্ করিবার পূৰ্ব্বে মহাকবির ঐ বহুবার উদ্ধৃত,