পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՆ বিভূতি-রচনাবলী এলেই পয়সা সঙ্গে করে আনতে হয় ? —তবে বাবু যদি আপনি একটা ঘণ্টা সময় দেন—প্রথম কাছারীতেই মোরা ট্যাকা দেবাঙ্গ—ট্যাক না পেলে আপনি মোদের মোকৰ্দ্দমা করবেন না— ইহাৱা চলিয়া কিছুদূর বাইবার পরেই আরও জন চারেক মস্কেল আসিয়া হাজির হইল। তাহাদের সহিত কথা কহিয়া নিধু বুঝিল—ইহার পূর্বের মারপিটের মোকৰ্দমারই ফরিয়াদী পক্ষ। ইহারাই মার খাইয়াছে। একজন প্রহৃত ব্যক্তি মাথায় লাঠির দ্বাগ সমেত জাসিয়াছে। ইহাদের মোড়ল বলিল–বাৰু, আমাদের হক মোকৰ্দমা—মাথায় এই দেখুন লাঠির দ্বাগ —ট্যাক বা লাগে আপনাকে দেবাঞ্ছ-এখুনি এই পাঁচটা টাকা রাখুন আপনি—মোকৰ্দমার ७छांदांब्रb1 कग्निरग्न शिन যদিও ইহাদের কথাবার্তা শুনিয়া নিধুর মনে হইল ইহারাই ঠিক কথা বলিতেছে—টাকাও দিতে এখুনি প্রস্তুত—তবুও নিৰু দুঃখিতচিত্তে বলিল—বাপু জামি অপর পক্ষের কেস নিয়ে ফেলেচি—তোমাদেরটা নিতে পারব না— –বাৰু, আপনি বা লাগে নেন মোদের কাছ থে। ক-ট্যাক দিতে হবে বলুন আপনারে মোরা দিয়ে বাই । মোদের গায়ের একটা মোকৰ্দমায় আপনি জামিন করিয়ে দিয়েছিলেন— বডড স্বখ্যাতি পড়ে গিয়েচে । মোক্তার যদি দিতে হয় তবে আপনারেই দেব— —না, সে হবে না । আমি তাদের কথা দিয়েচি— নিখুব মুহুরী আড়ালে ডাকিয়া লইয়া বলিল—নিয়ে ফেলুন ওদের কেস বাৰু, মনে হল পয়সা দেবে—পয়সা হাতে আছে এদের । অপরপক্ষ তো আপনাকে টাকা দেয়নি তবে কিসের বাধ্য-বাধকতা তাদের সঙ্গে । —ন হে, যখন কথা দিয়ে ফেলেচি, কেস নেব বলেচি—তখন কি আর টাকার লোভে অন্যদিকে ঘুরে দাড়ানো চলে ? —টাকা পেলে না হয় সে কথা বলতে পারতেন বাবু—কিন্তু টাকা তো আপনি হাত পেতে নেননি তাদের কাছে ? —ও একটা কথা হে। মুখের কথা টাকার চেয়েও বড়— –বাৰু, এ মহকুমায় এমন কোনো উকিল-মোক্তার নেই খিনি এমনধারা করেন। মক্কেল টাকা দিলে না তো কিসের মক্কেল ? —না সে আমার দ্বারা হবে না। অপরে ষা করেন, তাদের খুশি । আমি তা করতে পারব না— অগত্যা ইহারা চলিয়া গেল। কিন্তু কোর্টে গিয়া নিধু সবিস্ময়ে শুনিল ধরণী-মোক্তার পূর্বপক্ষের মোকৰ্দমা রুজু করিতে স্বনীল বাৰুর কোর্টে ছুটিতেছেন। নিখুর মূহুরীই বলিল—দেখলেন বাৰু, বললাম তখন আপনাকে । ধন্থীৰাবুকে ওরা মোক্তার দিয়েচে—আপনার কাছে খাচাই করতে এসেছিল—টাকার কথা বলতেই পিছিয়ে পড়েচে—