পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bręs বিভূতি-রচনাবলী মঞ্জু মুখে আঁচল দিয়া ছেলেমান্বয়ের মতো খুশিতে খিল-খিল করিয়া হালিয়া উঠিল। —উঃ, মোক্তারী আপনি করতে পারবেন বটে নিধুবা। কথার ঝুড়ি সাজিয়ে ফেললেন ৰে। এদের সকলের কৰা মনে পড়ে—না 7 • —ৰা পড়ে, তাই বলেচি । —ভালোই তো । আমি কি বলেচি আপনি তা না বলেচেন ? আমি জার কে, ৰে আমার কথা মনে পড়বে ? —তা, পড়লেই বা কি ? —আপনি মনে ব্যথা দিয়ে বড় কথা বলেন কিন্তু—সত্যি বলচি নিৰুদ্ধ-কেন ওরকম করেন ? আমার মন তো পাথরে তৈরি নয় ? মঞ্চ এইমাত্র হাসিবার সময় সে আচল মুখে দিয়াছিল—তাহাই তুলিয়া চোখে ছিল । নিধু দেখিল সত্যই তাহার চোখ জলে ভরিয়া আসিতেছে। “সেকেও ক্লাসে পড়ে, শিক্ষিতা মেয়ে— অথচ কি ছেলেমাছৰ মেয়ে মঞ্চ। আর কি অদ্ভূত লীলাময়ী। হালি অশ্রু একই সময়ে মুখে চোখে বিরাজমান । নিৰু হাসিয়া বলিল—আচ্ছ, সত্যি মৰু তুমি ভাবলে এসব সত্যি ? আর সকলের কথা মনে পড়েচে—জার তোমার কথাই পড়ল না 7 এ তুমি বিশ্বাস কর । —দেখুন মন বা বলে, মাঝে-মাঝে মানুষের কাছ থেকে তার জন্তে উৎসাহ পাওয়া চাই । ভবেই মন খুশি হয়ে ওঠে। মুখে শোনা এজন্তে বড় দরকার। বলুন এবার । —ন, বা বলেচি, তার বেশি আর কিছু শুনতে পাবে না আমার কাছে মঞ্জু । নিধু সে স্বাৰে ৰাড়ী জাসিয়া একটি অদ্ভূত স্বপ্ন দেখিল । কোথায় যেন সে একটা পথ বাহিয়া চলিয়াছে—তাহার সামনে একটা বড় পুকুর—পুকুরে একরাশ পদ্মফুল ফুটিয়া আছে, পুকুরের পাড়ের ছোট একটা কুঁড়েঘর হইতে হান্তমূখী মৰু बांश्द्रि एऐब्रां चांनिल, चषक कुछटनहे छूजनरक जांदन ७ छिनिर७ नोद्विब्रांtछ् । बकू ८षन छ्रणৰাষ্ঠীর মেয়ে, ব্ৰাহ্মণের মেয়ে নয়, স্থজনে অবাধে অসঙ্কোচে পুকুরপাড়ে বলিয়া জলে চিল ফেলিতেছে ও অনর্গল বাকিয়া ৰাইতেছে—মৰু জজের মেয়ে নয়, তাহার লক্ষে মেশায় কোনো বাধা নাই যেন । • - স্বপ্নের মধ্যেই নিধুর মন আনন্সে ভরিয়া উঠিয়াছে ৰখন, ঠিক সেই সময় শাখের জাওয়াজে ভাষার ঘুম ভাঙিয়া গেল। বিছানার উপর উঠিয়া বলিয়া চোখ মুছিতে মুছিতে সে ৰাছিরের রোয়াকে কালীকে দেখিয়া বলিল—কি রে কালী, শাখ ৰাজে কোথায় ? -शृङ्कबषाd । चाण ८ष ७राब ठांडूब-भूरजांब पल्ले *ांच एरक्र-बाcणन-काराग्न पक्ने नाच्। श्रिक्र ! " శ -जजबांबूरब बांग्रेौब इर्गीथूजांब प* चांज नाच्रड इव ना ? ७rाशै। ८वा छारे, बां