পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о বিভূতি-রচনাবলী আমি ছিলাম কোথায়, এতদিন তোমার নামও জানতাম না। কিন্তু আলাপ হয়ে পৰ্যন্ত তোমাকে আর পর বলে মনে হয় না। তাই এমন কথা বলে ফেলি ৰা হয়তে পরকে বলা যায় না। তুমি জজবাবুর মেয়ে বলে তোমায় সবাই সমীহ করে চলবে—কিন্তু আমি ভাবি ও তো মঞ্জু। মঞ্জু চুপ করিয়া রহিল। 創 সে কিছুক্ষণ যেন আপন মনে কি ভাবিল। পরে ধীরে ধীরে বলিল—কিছু মনে করি নি নিধুত্ব, আপনিও কিছু মনে করবেন না। ও কথা আর তুলবেন না। তাহার কণ্ঠস্বর ঈষৎ বেদনাক্লিষ্ট। অল্পক্ষণ পূর্বের সে হালকা স্বর আর তাহার কথার बtषा नfहे । নিধু অন্ত কথা পাড়িবার জন্ত জিজ্ঞাসা করিল—তাহলে কি প্লে করা ঠিক করলে এবার । মঞ্জু ধেন নিধুর প্রশ্ন শুনিতে পাইল না—সে অন্তমনস্ক হইয়া কি ভাবিতেছে । তাহার পর হঠাৎ নিধুর মুখের দিকে ব্যথাস্নান ডাগর চোখের পূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল—নিমুম্বা, আমার কথা বিশ্বাস করবেন ? —কি, বল ? —আপনার জন্তে আমার মন কেমন করে, আপনি এখান থেকে চলে গেলেই— নিধু কি একটা বলিতে যাইতেছিল, মঞ্জু বাধা দিয়া বলিল-আরও জানেন, ছু-শনিবার আপনি আসেন নি, ভেবেছিলুম আপনাকে চিঠি লিখে দিই আসবার জন্তে—কিন্তু বাষ্ঠীর কেউ সেটা পছন্দ করত না বলে কিছু করি faー —আমার সৌভাগ্য মঞ্জ-কিন্তু সেই জন্তেই মনে হয় আর তোমার সঙ্গে মেশা উচিত নয় ७षां★tव्र —কিছু ভাববেন না, নিধুবা। আমি ছেলেমান্বষ নই—কষ্ট করতে পারব জীবনে। ও জিনিস কষ্টের জন্তেই হয় । আপনি আশীৰ্ব্বাদ করবেন যেন সহ করতে পারি— নিধুর মুখ দিয়া কথা বাহির হইল না। তেঁতুলগাছে সন্ধ্যার অন্ধকারে বাছড়াল ভান কটাপট করিতেছিল । সম্মুখে আঁধার রাত । ৰাষ্ট্ৰী হইতে ফিরিতে নিখুত্ব দেরি হইয়াছিল। বাসায় তালা খুলিতেছে, এমন সময় বিনোদ মুম্বী আসিয়া বলিল–বাৰু, এত দেরি করে ফেললেন । প্রায় দশটা বাজে—কেল আছে। —মকেল কোথায় ? —কোর্টের অশথতলায় বসিয়ে রেখেছি—ত আপনি এত বেলা করে ফেললেন। —চল যাই। এজাহার করিয়ে দিতে হবে ? -श, बांबू । चानि ठाएरण पांदे~-८वशंछि एम्ब्र बांटव । एब्रिएब नकौब दाणांण वृहद्दछ । আমি ছুটে দেখতে এলাম আপনি এলেন কিনা ৰাষ্ট্ৰী থেকে—