পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M • R বিভূতি-রচনাবলী নিধিরামবাবুর কাছে ধুতি-ইতি নিবো । ফিরিঙ্গির বাড়ী ছাপরা জেলায়—আজ প্রায় চল্লিশ বছর রামনগরে আছে—কথাবাৰ্ত্তায় ও চালচলনে যতদূর বাঙালী হওয়া তাহার পক্ষে সম্ভব তাহা সে হুইয়াছে। ফিরিঙ্গির ছেলে-মেয়ের বড়-বড় হইয়াছে, তাহাদেরও বিবাহ হুইয়া ছেলে-মেয়ে হইয়া গিয়াছে ; ফিরিঙ্গির বাড়ীর ছেলে-মেয়ে ভালো বাংলা বলে। নিধিরাম বলিল—কেন, এত বড় বড় বাবু থাকতে আমার কাছে কেন রে ? --আপনিও একদিন বড় হবেন বাৰু। বার-লাইবিরিতে হামি আজ তিশ বছর নোকরি করছি, কত বাৰু এল, কত বাৰু গেল। ওই হরিবাবু নেংটি পিনহে এসেছিল—আজকাল বড় সওয়াল-জবাব করনেওয়ালা। সব দেখহ, আপনারও হোবে নিধিরামবাবু। একটা ধুতি নিব আপনার কাছ থেকে -মেজিস্ট্রেটের সঙ্গে আপনার মৌলাকাং হবে শুনন্থ শনিবারে— —তুই কোথা থেকে অনলি রে ফিরিঙ্গি ? —সব কানে আসে, বাবু, সব শুনতে পাই— ফিরিঙ্গি হাসিতে-হাসিতে চলিয়া গেল। আর কিছু আগাইয়া নিরঞ্জন বলিল—তোমার সঙ্গে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ আছে শনিবারে । তার জন্যে অনেকে তোমার ওপর বড় চটেচে হে—বিগ ফাইভদের মধ্যেও কেউ-কেউ আছেন । ওঁদের অনেকের নাম ইণ্টারভিউ লিস্টে নেই—অথচ তুমি জুনিয়ার মোক্তার তোমার নাম উঠল—ভয়ানক চটেচে অনেকে— নিধু বিস্থিত হইয়া বলিল—তাতে আমার হাত কি হে! তা আমি কি করব। —সবাই বলে, বডড হাকিমের খোশামোদ করে বেড়াও নাকি । চোখ টাটিয়েচে অনেকের। হাকিমে তোমার কথা বেশি শোনে আজকাল—এই সব। বিশেষ করে এই ইন্টারভিউয়ের ব্যাপারে তুমি কি কারো কারো নাম দিতে বারণ করেছিলে । এ সম্বন্ধে কোনে কথা হয়েছিল তোমার স্বনীলবাবুর সঙ্গে ? —আমি ! আমার সঙ্গে পরামর্শ করবেন সাবডেপুটি বাৰু ! আমি বারণ করেছি নাম দিতে । —অনেকের তাই ধারণা। —কার-কার নাম দিতে বারণ করেচি ? —এই ধর হরিহর নদীর নাম নেই, শিববাবুর নাম নেই—বড়দের মধ্যে। আর ছোটদের মধ্যে তো কারো নাম নেই—এক তুমি ছাড়া । —তুমি বিশ্বাস কর আমি বারণ করেচি ? —আমার কথা ছেড়ে দাও । আমার বিশ্বাস-অবিশ্বাসে কিছু আসবে স্বাবে না—কিন্তু বার-লাইব্রেরীর সবাই তোমার ওপর একজোট হলে তোমার বড় অন্ধবিধা হবে। মস্কেলের কানে মন্ত্র ঝাড়বে, জামিন পাবে না—নানাদিক থেকে গোলমাল— —মন্থকাকাও কি এর মধ্যে আছেন নাকি ? निब्रडन जिङ कांfüब्रां बजिल-चांदग्न ब्रांtबां5-नांः । छ। छांप्लां छिनि बांनौ ८णांक,