পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूट्टे यांप्लौ Şe 2. তিনি ইন্টারভিউ লিস্টে প্রথম দিকে আছেন—কোনো ছ্যাচড়া কাজে তিনি নেই। —আমি এর কিছুই জানি নে ভাই। স্বনীলবাবু সেদিন বললেন, আপনার সঙ্গে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ করিয়ে দেব-আমার ইচ্ছে ছিল না। উনি হাকিম মানুষ, অনুরোধ করলেন-কি করি বল। আর আমি দিয়েছি বায়ণ করে তাকে । নিজের জন্যেই বলি লি, অপরের জন্তে বারণ করতে গেলাম । *. —আমায় বলে কি হবে ভাই ? আমি তো চুনো-পুটির দলে। কথাটা কানে গেল তোমাকে বললাম। আমি বলেচি, কারো কাছে যেন বলে না হে— সন্ধ্যার পর তাহার বাসায় হঠাৎ সাধন-মোক্তারকে আসিতে দেখিয়া নিধু একটু আশ্চৰ্য্য হইল । সাধন বলিলেন—এই ষে বসে আছ নিধিরাম বেড়াতে বার হওনি ষে । নিধু বুঝিল ইহা ভূমিকা মাত্র। আসল কথা এখনও বলেন নাই সাধন। অবশ্ব অল্প পরেই তিনি তাহ প্রকাশ করিলেন । ম্যাজিস্ট্রেটের সহিত তাহার ইন্টারভিউ করাইয়া দিতে হুইবে নিধিরামের । র্তাহার নামে যেন একখানা কার্ড আসে। নিৰু অবাক হইয়া গেল। সে সাধনকে ঘথেষ্ট বুঝাইতে চেষ্টা করিল যে এ ব্যাপারের মধ্যে সে নাই। এ কি কখনো সম্ভব—সাধনবাবুর মতো প্রবীণ মোক্তার কি একথা ভাবিতে পারেন যে এস. ডি. ও. তাহার মতে একজন জুনিয়ার মোক্তারের পরামর্শ লইয়া লিস্ট তৈরি করিবেন । এসব কথা ভিত্তিহীন । তাহার কোনো হাত নাই, সে জানেও না কিছু । একথা সাধন কতদূর বিশ্বাস করিলেন তাহা বলা যায় না—বিদায় লইবার সময় বলিলেনআর ভালো কথা, ওহে আমি আর একটা অঙ্গুরোধ তোমায় করচি, এই অভ্রাণে এইবার শুভ কাজটা হয়ে স্বাক—তোমার আশাতে বাড়ীম্বদ্ধ বসে আছে। বাড়ীতে এদের তো তোমাকে বডড পছন্দ—আমায় কেবল খোচাচ্চে। কোর্ট বন্ধের দিন তোমায় যেতেই হবে । নিৰু মনে-মনে ভাবিল—বোধ হয় তাহলে বড় ডাল আঁকড়াতে গিয়ে ফলকে গিয়েচে । তাই গরীবের ওপর কৃপাদৃষ্টি পড়েচে আবার । মুখে বলিল—আপনার বাড়ী খাব, সে আর বেশি কথা কি-বলব এখন পরে তৰে ইন্টারভিউর ব্যাপারে আপনি একেবারে সত্যি জেনে রাখুন সাধনবাৰু, ধৰ্ম্মত বলছি, এর বিদুবিসর্গের মধ্যে নেই আমি। বিশ্বাস করুন बांशांट्स कध1 ।। সাধন-মোক্তার দাত বাহির করিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন। 鮮 শুক্রবার রাত্রে সাৰডেপুটির চাপরাশি আসিয়া নিধুকে ডাকিয়া লইয়া গেল সকাল-সকালই। স্বনীলবাবু বলিলেন—খবর সব ভালো ? -ञांखला हैंj|—লালবিহারীবাবুজের বাষ্ট্ৰীয় সব-চিঠি দিয়েছিলেন ? —আজ্ঞে ইয়া । SDBB BBDD BBB KBB KSKBD DDDDD DDSBBBg DDBBS BBD ৰোধ হয়, আপনাকে বলি–