পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী واج لا আপনাকেই বলবো । —বস্কন । আপনার জন্তে কি আনবো ? —কিছু না । • —আইসক্রিম খান একটু । —ধন্যবাদ। আপনি বহন, ব্যস্ত হবেন না । BBBB BK BBBS BBBSS BBBS L BB BB BBBB BB BBB BB Batt চেয়ার গুলো দখল করলে । মঞ্জুশ্ৰী ও খুকী সামনে দাড়িয়ে রইল । অণিমা মিঃ ৰামকে বল্পে-বার্লি-ওয়াটার ? -५Iकुन्। अपि अंन् ि। সরলা এই সময় অণিমাকে বল্লে—অনি, মিঃ স্বরের জন্তে একটা আইসক্রিমের কথা আমনি বলে দাও না— o, মিঃ বাস্থ গলার স্বর নীচু করে বরেন অণিমাকে—আইসক্রিম। মেয়েদের খাষ্ঠ বলেই ওটাকে আমার জানা আছে । অণিমা বল্লে—সবাই সমান পুরুষ মাস্থ্য হয় কি ? —কি নাম বলেন সরলা দেবী ? আমি শুনিনি ঠিক। অন্তমনস্ক ছিলাম। তরল বল্লে—মিঃ স্বর। আস্থল, ইণ্টে, ডিউল করে দিই ? অণিমা চোখ টিপে বারণ করে বল্পে—থাক । মঞ্জুশ্ৰী হেসে বল্পে—কেন ? অণিমা বল্লে—সকলের সঙ্গে সকলের মিশবার ৰোগ্যতা থাকে কি ? আমাকে তুমি ঘাই বলে মঞ্জু হয়তো তুমি দোষ দিতে পারে। কিন্তু আমার মনে হয় পুরুষ যদি পুরুষের মতো না হয়, তেমনি স্মার্ট না হয়, তাহোলে জবুখৰু জবভূজঙ্গ ধরণের— তরল হি-হি করে হেসে বল্লে—আর একটা বিশেষণু ৰাজ দিলে, সেটা হোল— মৰু অমনি টপ করে বলে ফেললে—জ-র-জ-গ-ব— তরল মুখে আঙ্গুল দিয়ে বললে—স-স-স— এই সময়ে ভৃত্য বার্লির জল, আইসক্রিম প্রভৃতি ট্রে ভত্তি করে নিয়ে এসে তরলার সামনে ধরলে। তরলা ও অণিমা ষ্ট্রে থেকে খাদ্য ও পানীয় উঠিয়ে নিয়ে বার স্বার হাতে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়লো। সকলের আগে মি: বাহকে ও সৰ্ব্বশেষে মিঃ স্বরকে দেওয়া হোল। ঠিক এই সময়ে একখানা টু-সিটার অস্টিন ফটকের সামনে এসে দাড়ালে ; তা থেকে নেমে মিঃ ৰে আর তার কস্ত শকুন্তলাকে দেখা গেল টেনিস কোটে চুকচেন । মিঃ জে এ-সমাজের চুড়ামণি, পৌরসভার ডেপুটি মেয়র, কলিকাতা হাইকোর্টের নামজা ব্যারিস্টার, বড় কংগ্রেণী পাগু, সাহিত্যিক ও বক্তা। এদের দলে যখন মেশেন, তখন এর বিনয়ে বিগলিত হয়ে থাকে সৰ্ব্বৰ।। ওঁরা টেনিস কোটে ঢুকতেই সকলে সমন্বরে ওঁদের অভ্যর্থনা করলে।