পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামু হাড়ি সে বার আষাঢ় মাসে আমাদের বাড়ী একজন লোক এসে জুটলে। গরীব লোক খেতে পায় ন, তার নাম রাস্ক হাড়ি। আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ীর চাকর হিসেবে রেখে দিলাম। প্রধানতঃ সে গরু বাছুর দেখাশুনো করতে, ঘাস কেটে আনত,নীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে। " बाबा गि प्रश्प्णिन च्यांशोप्झ्द्र बल्ल दग्नाम । उिन डाहेब्रग्न भाषा चाबिहे वप्न, লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত। ছোট ভাই ছুটি ডাণ্ডাগুলি খেলে বেড়াতে, এখন চাষের কাজে আমাকে সাহায্য করে ।

  • २ १६**प्नक कांज कब्रांद्र श्रृंtब्र ७कमिन ब्रांरब चांभांप्लग्न रफ़ रुलझाछाफ़ निका আন্তৰ্দ্ধান হ'ল। আমাদের চক্ষুস্থির, তখনকার সন্তার দিনেও সে গঙ্কজোড়ার দাম দুশো টাকা। আমার ছোট ভাই সত্যচরণের (ডাক নাম নেন্ট.) বড় সাধের বলদ, সেভালো গাট চালাতে পারতে বলে শখ করে জন্তিপুরের গোহাট থেকে ওই গরুজোড়া बि এনেছিল।

তোরবেল মাওঠেন সকলের আগে। সেদিন উঠে চণ্ডীমণ্ডপে গিয়ে দেখেন রায় নেই, ৭ কলখানা গায়ে দিয়ে উতো সেখানাও নেই। গোয়ালে দেখেন বলজোড়াও নেই। আমাকে উঠিয়ে বলেন, হ্যারে নীলে, রাস্ক গেল কোথায় জানিস f আমার তখন বিয়ে হয়নি, সত্য আর আমি এক ঘরে গুই। আমি উঠে চোখ মুছতে মুছতে বরাম, তা কি জানি ? মাঠের দিকে গেল না তো ? —এত ভোরে সে কোনদিন মাঠে ঘার না, আজ গেল কেন ? বড় গঙ্কজোড়াও তো দেখচি নে । —গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল? —এত সকালে আর এই শীতে ? কখনো তো যায় না। –তাই তো। দাড়াও উঠি আগে। रुइ cर्थेiछांधूंछि श्’ण मांब्रांशिन थtद्र । রান্ধহাড়ি ন-পাত্তা। নির্ধাত ভেগেছে গঙ্কজোড়া নিয়ে। অমন গরুজোড়া। সত্য তো পাগলের মত হয়ে গেল। ওর গায়ে খুৰ জোর, খুব সাহসী আর তেজী ছোকরা। বঙ্গে, দাদা, চল, ওর বাড়ী সেই বেলডাঙ্গা বাবে । —কে স্বাৰে ? —তুমি আর আমি। —জানিল ওর বাড়ীর ঠিকানা ? —বেলডাঙ্গ ধান, মাঠঙা-বেনাহ খাম। এ দুবার চিঠি পাঠিয়েচে ওই ঠিকানায়। -छांकषब ?