পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

УФ o বিভূতি-রচনাবলী স্ববন্ধু হি হি করিয়া হাসিয়া ফেলিলেন । কালিদাস রাগের স্বরে বলিলেন—অত হাস্ত কিসের ? বৃক্ষপত্রের কাখ পান না করেই এই ৷ চলে এখান থেকে যাই । г) —বৃক্ষপত্রের কাখে বিহ্বলতা আসে না দাদা, এ আসব নয়। আপনি আস্বাদ ক’রে দেখতে পারেন । © ফিরিবার পথে ভবভূতি বলিলেন-না হে স্ববন্ধু, তোমার সেই স্থধাংশ রায়কে আর কোন কথা বোলো না, আৰ্যার উত্তররামচরিতের বান্ময়-আলেখ্যে কোন প্রয়োজন নেই— ভাস বলিলেন—আমারও স্বপ্ন-বাসবদত্ত' সম্বন্ধে ওই কথা—বাণভট্ট ছোকরা যথার্থ কথাই বলেছিল, এখন দেখা যাচ্ছে— - কালিদাস বলিলেন—ম্ববন্ধু কিন্তু ওর বাসবদত্তার ঠিক আলেখ্য করাবে আপনি দেখে নেবেন—ও এখনো আসক্তি পরিত্যাগ করে নি—সেই স্থধাংশু রায়কে ও ধরবে ঠিক— স্ববন্ধু হাসিয়া বলিলেন—ৰা বলেন দাদা। আপনার হোলেন প্রথিতযশা কবি, আপনাদের কথা আলাদা—নাম যা হবার আপনাদের হয়েই গিয়েচে—আপনাদের কি ? . ইহার অপেক্ষাও বিস্ময়কর ঘটনা সেদিন কালিদাসের জন্য অপেক্ষা করিতেছিল। কালিদাস ভাসকে সঙ্গে লইয়া নিজের আশ্রমে প্রবেশ করিয়া বিস্ময়ের সঙ্গে দেখিলেন ং শ্ৰীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব চম্পক বৃক্ষের বেদীমূলে বসিয়া আছেন। ব্যাসদেব প্রবীণতম ও প্রাচীনতম কবি, তিনি কখনো আসেন না। শুধু কবি নহেন, দার্শনিক ও তত্ত্বজ্ঞ পুরুষ বলিয়াও তিনি সকলের শ্রদ্ধার পাত্র । ব্যাসদেবের আকৃতি প্রাচীন ঋষিদের দ্যায়, পরিধানে কাষায় বস্ত্র, মস্তকে শুভ্ৰ কেশভার, গভীর ও সৌম্য মূখভাব। উভয়ে সসন্ত্রমে ব্যাসদেবের পায়-বন্দনা করিলেন। কালিদাস বিনীতভাবে বলিলেন—আমার গৃহ পবিত্র হোলে! আপনার চরণ-স্পর্শে। আমার প্রতি কি আদেশ, তাতঃপাজ ? .í ব্যাসদেব আশীৰ্ব্বাদ করিয়া বলিলেন—তোমার মঙ্গল হোক। কালিদাস, তোমার কুশল ? ভাল, তুমি ভাল আছ ? বোল, বোস। কোথায় গিয়েছিলে ? মর্ত্যধামে । ভবভূতিও সঙ্গে ছিল । ছোকরা ভাল লেখে । সেখানে কেন ? কালিদাস কারণ বলিলেন । ব্যাসদেব বলিলেন—আমিও ঐ কারণেই এসেছিলাম, গীতার একটি বাজার-জালেখ্য BBB BB DB BBBSSSSSS DDD DD BBB DD DD BBBS DDSBDDD স্ববিধে হবে। তোমরা তো আজকালকার ছেলে, মর্ত্যের সঙ্গে তোমাদের যোগাযোগ অাছে, আমার তা নেই। ভাল কি বলে ? ভাস বলিলেন—অল্পমতি যদি করেন তো বলি, ও সব কলঙ্ককারী ব্যাপারের মধ্যে আপনি যাবেন না। বলে না হে কালিদাস লৰ খুলে ঘটনাটা ? * পরে ব্যাসদেব শুনিয়া নীরব রছিলেন।