পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ বিভূতি-রচনাবলী তোমার শাওড়ী বলে দিয়েচে বেগুন কোটোসে— আমি বঙ্গাম—ও নির, ছিঃ ওরকম টেচিও না। চেঁচাতে নেই, ঘরের মধ্যে এলো— নিরু খপ ক’রে রোয়াকের ওপর বসে পড়লো। জ্ঞানকাও নেই, এলোমেলো অবস্থা কাপড়-চোপড়ের । আমি অনেক ক’রে বুঝিয়ে ওৰে ঘরের মধ্যে নিয়ে গুইরে দিলাম । এমন দুঃখু হোলো মনে, গরীব বলে কি কেউ এতবড় বিপদে অমনি দেখে না ? কাল বকৃসিদের বাড়ী গিয়ে সব খুলে বলবো। দেখি যদি ওদের দয়া হয় । রাত্রি কোন রকমে কাটলো। খানিক পরে পূর্বদিকে ফরসা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বকৃসিদের বাড়ী গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল । সঙ্কোচ হয় বলতে, ও আমি পারবো না । মাথার ওপর ভগবান আছেন, আমাদের মত গরীধের তিনিই অবলম্বন। 壟 রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বল্লাম । ভাক্তার বল্পে—হাই ফিভার হয়েছিল—তাই অমল করছিলেন। মাথায় জল দিলেন না কেন ? রাত্রে খুব সাবধানে থাকবেন । আর নাসিং ধেন ভাল হয়—উঠে হেঁটে বেড়াতে দেবেন না। বেডপ্যান একটা পাঠিয়ে দেবো এখন আমার কমপাউণ্ডারের হাতে । একাই ওষুধ দিই, একাই বাতাস করি, একাই বেভপ্যান ধরি। আহা, মিথ্যে কথা বলবো না। পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুধ্যে পাড়ার ঘাটের পাড়ের উচু জঙ্গলে ওল তুলচি শাবল দিয়ে, জীবন মুখুয্যের বড় মেয়ে আশালতা বলে—কে, কাকাবাবু ? —হঁ্যা মা। ওল তুলচি একটা। পাতা বেশ হলদে হয়ে এসেচে, বড় ওলটা। —কাকীমার অস্বথ নাকি কাকাবাৰু ? —হঁ্যা মা, ৰডড কষ্ট হচ্চে। —দেখাশুনা করচে কে ? --আমি । আর কে করবে ? BB DSBDDS BB BBB S BBBBS BBBB BBS BB DD DS মেয়েমানুষের অস্ত্রখের নার্লিং কি পুরুষ দিয়ে হয় ? আমায় ৰে যেতে দেবে না কাকাৰাৰু। CBB BBS DDS LDDSS D DD D BBB BB BB DDD S DDD DB DD আপনাদের বাড়ী শ্বেতাম কাকাবাবু—জাগতাম সারারাত— —নাম, বেঁচে থাকে। ভাল হোক। যেতে হবে না, মুখে বলে এই যথেষ্ট মা। ভাল হোক তোমার, ভাল হোক । ওল তুলে জলে নামতে নামতে বল্লাম। আশালতা সিক্ত-বস্ত্রে দাড়িয়ে আছে ঘাটের পাড়ে। ইচ্ছা ওর, আরো কিছু বলে। আমি বল্লাম—ম, তুমি ৰাও— —কাকাৰাৰু, নিমানে কাকীমার কাছে কে থাকে ।