পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মখঞ্জী )3& লোক জার হবে না ।” দীনদয়াল দেখলেন,—কাসেমালি মল্পিক উডুনির খুঁটে চোখের জল মুছলে । কাসেমালি বলচে-“কবিরাজ মশাই, দেবীপ্রসাদ আর তার ভাই ছেলেমাহুৰ । এরা কিছু বোঝে না। স্থচিকাভরণ দিতে হয় ষা করতে হয় আপনি করুন। ষা খরচ হয় আমি দেবো। ওদের মত নেবার দরকার নেই। ওরা ছেলেমানুষ । কি বোঝে ?” দীনদয়াল মুখে বলতে গেলেন ভাবের আবেগে, “বাবা কাসেমালি, এই তো*আমার স্থচিকাভরণ । তোমাদের সকলের ভালবাসাই আমার সব চেয়ে বড় স্থচিকাতরণ বাবা । বেঁচে থাকে, আশীৰ্ব্বাদ করি, উন্নতি করে, ধৰ্ম্মে মতি হোক। আমার দেবু রামু ঘ, তুমিও ভাই। আমার আর সূচিকাভরণে দরকার নেই, বাবা।” আবার দেখলেন, বিনোদিনী সামনে বলে হালি-হাসিমুখে বলচে,—“আপনি ৰে গুণী লোক ঠাকুর। আপনার সেবা ক’রে ধন্ত হই খান ।” দীনদয়াঁল বিনোদিনীকে বল্পেন—“দ্যাথো, কি চমৎকার ছেলেটি ! নিজের খরচে আমাকে জুচিকাভরণ দিতে কবিরাজ ডেকে এনেচে । ভালবাসার লুচিকাভরণ দিয়ে জামাকে বাচিয়ে তুললে তোমরা সবাই। নবাই ঠাকুরকে একদিন এই ওষুধে আমি বশ করেছিলাম, ও বিনোদিনী, মনে পড়ে ?” বিনোদিনী খিলখিল ক'রে হেসে উঠলে রালিকার মত। একটু পরে দেবীপ্রসাদ রামপ্রসাদ দুই ভাইয়ে মিলে বাবাকে নাম শোনাতে আরম্ভ করলো—*ওঁ গঙ্গা নারায়ণ ব্ৰহ্ম, ওঁ গঙ্গা নারায়ণ ব্ৰহ্ম।” নরহরি জোয়ারদার বলে উঠলো—“ধরাধরি ক’রে গঙ্গার জলে নিয়ে চলো বাবা, আমি ধরচি একদিকে। শিবচক্ষু।” সবাই ফুপিয়ে কেঁদে উঠলো। বোতাম আজকার ব্যাপারটি বা ঘটলে, তা আমার পক্ষে বেশ একটু আশ্চৰ্য্যজনক । সাধারণতঃ জীবনে এমন ঘটনা বেশী ঘটে না । সেদিন বেলা দশটার সময় ছোকরার দল আমাকে এলে ধরলে, আদিবাসীদের নেত্রী এলিশাৰ কুই জাজ জেল থেকে মুক্তি পাবেন, (কংগ্রেস গবর্নমেন্ট কার্ধ্যতার গ্রহণ করার পরদিনই প্রধান মন্ত্রী ঘোষণা করেছেন এলিশাবা কুইকে মুক্তি দেওয়াই তাদের গৰ্ব্বপ্রথম कण, ७-नर्वांक्षबद्दछब्र कांगंज बांच्चक९ विश८ब्रञ्च चह्नटकहे चषणंछ चां८छ्न) cनजरछ जांबांटक মোস্টক্সট দিতে হবে । चांबि जांनष्ठांब नां *णिनांबी कूरे ब्रtछि cजरण चांtइन । जांनाना गयछि श्णिांब, क्छि