পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૨ বিভূতি-রচনাবলী বঙ্গাম—ভা’হলে আপনিই সেই ! মনে পড়েচে ? উনি আশ্চৰ্য্য হওয়ার স্বরে বল্লেন--আপনি ? কথা সবই হিন্দিতে । বল্লাম—চিনেচেন ? মনে পড়ে সেই ওভারসিয়ার নিকোডিম কারকাটা ? –$r| 1 —কাজ সেরে আস্কন সন্দে বেল। কথা কইবো অনেক । —সেই ভালো । সবাই ওঁকে নিয়ে বেরিয়ে চলে গেল। এলিশাবা কুই! এলিশাবা কুই! কি আশ্চৰ্য্য —শুধু বসে বসে ভাবি । এলিশাবা কুই তো নয়, ওর নাম চম্পু। কি আশ্চৰ্য্য লাগচে আমার কাছে সমস্ত ব্যাপারটা। কুড়ি বছর আগের কথা । আমি তখন সবে বছর দুই হ’ল ময়নামতী সার্তে স্কুল থেকে পাশ করে ভাগ্যপরীক্ষার জন্তে বাইরে বেরিয়েছি । আমার বয়েস বাইশ-তেইশ। ‘পি ডবলিউ ডি’র সামান্ত চাকরি করি। বলিব থেকে কামারবেড়া পৰ্য্যস্ত রাস্তা তৈরী হচ্ছিল ঘন সারাও অরণ্যের মধ্যে দিয়ে। বলিবা একটি বস্ত গ্রামের নাম, লোক-সংখ্যা হয়তো ছিল পঞ্চাশ কি তেৰটি গুণে দেখি নি কখনো । ভবে ওই রকমই হবে। গ্রামের সামনে পাহাড়, ডাইনে-বায়েও পাহাড়, .পেছনে গভীর জঙ্গল ৷ পাহাড় ও জঙ্গলের মধ্যে যে সামান্ত সমতল জমি, তাতেই গ্রামের লোকে ভুট্টা, জনার, শকরকল্প আলু, টক পালং ও টোমাটোর চাষ করে। আজ বেশ স্পষ্ট মনে হচ্ছে বলিবা গ্রামের ছবি। প্রথম ধৌবনের স্বপ্নময় কৰ্ম্মস্থল। তারপর এই কুড়ি বছরে কত জায়গা দেখলাম, সামান্ত রোডসার্ভেয়ার থেকে এখন আমি একজন ধনী কনট্রাকূটর, কত কি ঘটে গেল জীবনে। কত অসম্ভব সম্ভব হ’ল। কিন্তু বলিব| গ্রামের কথা, তার সেই মাক হো’র পেপে বাগান, ছোট উৰুরিয়া ঝর্ণার কলকল জলস্রোত, বোঙ্গা পূজোর প্রকাও জগন্নাহরি শাল গাছটা, সন্ধ্যাৰেলায় মাক হো’র উঠানের পুরু শালকাঠের পালিশবিহীন, অসমতল বেঞ্চিতে বসে চা-পান ও গল্প—কখনো ভুলবো এসব ? DBB BB BBB BBB BBBB BBB BSS BBDSBBBBBS BDD DDD BB তৈরি হচ্ছিল বন-বিভাগ থেকে। তাদের কৰ্ম্মচারীরা পি. ডবলিউ. ডি.’র কাছে আমাকে হাওলাতে চান রাস্তা করবার সময়। ভিন মাসের জন্তে আমাকে হাওলাত দেওয়া মঞ্জুর করা হয়। সেই স্বত্রেই আমাকে যেতে হয়েছিল এবং এগারো মাইল দূরবত্তী জেরাইকেল থেকে সাইকেল ৰোগে এসে রোজ কাজ করতাম। সার্তের কাজ শেষ হয়ে গেল। রাস্তা তৈরী আরম্ভ হ’ল। তবুও আমাকে যেতে হত, কতখানি হয়েচে সেটা ভারক করতে। • चौक्५ अक्ण । वज्र बग्न गाइ श्रृंरकृष्ट्रिज ब्रास्त्रोच्न अप्छ निर्किडे अबिर छ । कूणि८छ गाइ কাটছিল, পাহাড়ের গা কাটছিল রাস্তা বের করতে, বড় বড় পাথরের টাই রাস্তায় এলে