পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 88 ৰিভূতি-রচনাবলী আড়াইশো টাকা খাজনা । কারণ দুৰ্দ্ধৰ্ষ জেলে ও বাগদী প্রজাদের কাছ থেকে বিলের দখল পাওয়াই ছিল সমস্তা—সাহেবের দ্বারা সে সমস্ত পূরণ হইবে, ভৈরব চক্রবর্তীর এ জাশ ছিল এবং সে অাশা যে নিতান্ত ভিত্তিহীন নয়—বিল ইজাধা দেওয়ার এক পক্ষ কালের মধ্যেই পদ্মফোটা মাংলা বিলের রক্ত-রঞ্জিত জল তাহার প্রমাণ দিল । প্রকাশ ফালমন্‌ সাহেব प्रब्रः dांक प्रांशांग्र क्षिप्रा ८घांप्लांग्न कम्लिग्न झांत्र श्रृंद्रेिक्रांजनां कब्रिब्रांझिटजन । शक्षिe भूजित्र রিপোর্টে পরে প্রকাশ হইল, দাঙ্গার সময় ফালমন সাহেব তার বড় মেয়ে মার্জোরির টনসিল অস্ত্র করিবার জন্যে তাঁহাকে লইয়া কৃষ্ণনগর মিশন হাসপাতালে যান। মামলাবাজ ও-ধরনের অার একটি লোক সারা জেলা খুজিলে পাওয়া যায় কিনা সন্দেহ। প্রায়ই মহকুমায় মামলা পড়িত ৷ সাহেবের চারটাড়ের ডিঙি সাতটার সময় ছাড়িত কুঠিঘাট থেকে । ছইয়ের মধ্যে ফালমন্‌ সাহেব ও তার খাওয়ার জন্য ফলের ঝুড়ি, জলের কুঁজে। দুধের বোতল, নায়েব যড়ানন বাৰু ও তার বিছানাপত্র, ছজন মাঝি ( তার মধ্যে একজনের নাম গোপাল পাইক, জাতে বাগদী भूव डॉल शांम शाश्रिउ नाट्झ)-७३ लझेब्रा जैौद्रावरश cनोक इौिऊ श* बाँ३ण पूब्रवउँौं মহকুমার শহরের দিকে। হু হু করিয়া মুখোড় বাতাস বহিত। গাঙে সাহেবের প্রিয় অম্লচর গোপাল পাইক প্রভুর ইঙ্গিতে নৌকার গলুইয়ের কাছ থেকে ছইয়ের কাছে সরিয়া আলিত। সাহেব বলিতেন—একট। কৃষ্ণ-বিষয় কিংবা শু্যামা-বিষয় গাও গোপাল— গোপাল অমনি ধরিত – p নীলবরণী নবীনা রমণী নাগিনী জড়িত জটা স্থশোভিনী নীল নয়নী জিনি নিয়নী কিবা শোভে নিশানাথ নিভাননী— डांब्र°ब्र शांश्ङि कि कब्र कि कब्र शांभ मछैवञ्च, छ्ांछ शांझे निछ कांzछগোপাল পাইক যাত্রাঙ্গলে অল্প-বয়সে গাহিত, সাহেবের সঙ্গীতপ্রিয়তার কথা শুনিয়া কিঞ্চিৎপুরস্কার আশায় একদিন সে নীলগঞ্জের কুঠাতে গাহিতে আসে-গান শুনিয়া সাহেবের বড় ভাল লাগিল এবং সেই হইতে গোপাল সাহেবের এস্টেটের চাকুরীতে বহাল হইয়া গেল। এক পয়সা খাজনা বাকি থাকিলেও যেমন সাহেবের এস্টেট হইতে নালিশ হুইত, আবার ধরিয়া পড়িলে ক্ষমা করিতেও ফালমন্‌ সাহেব ছিলেন বিশেষ পটু। কতবার এরকম হইয়াছে। দুৰ্ব্বদ্ধি প্রজ। ভবিষ্যৎ না ভাবিয়া কিংবা উকিল-মোক্তারদের উৎসাহে নীলগঞ্জ এস্টেটের বিরুদ্ধে মামলা লড়িয়াছে। একবার ফৌজদারী, তারপর স্বাভাবিক নিয়মমুম্বায়ী দেওয়ানী, মহকুমা হইতে সাব-জজকোর্ট, সেখান হইতে আবার পুনব্বিচারের জন্ত মহকুমার মুনসেফকোর্ট-এই করিতে করিতে প্রজা এস্টেটকে হয়রান করিয়া এবং নিজেও गर्दषांख एऐब्रा पथन खांन-5छू जांड कब्रिज, उथन श्टेिउशैौ बकूरश्द्र "ब्रांशtर्त ८कांtर्मेंद्र बन्नैতলাতেই একেবারে ফালমন্‌ সাহেবের পী জড়াইয়া উপুড় হুইয়া পড়িল পারে।