পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२¢रै বিভূতি-রচনাবলী খাবে আর মুই বসে ভাখবো ? মোর পেরাণ বায় আর থাকে—বাৰ আসলে মোর ঐ ধাড়ি ছাগলড ধরেচে তখন-মুই কি অন্ধকারে চকি দেখতি পাচ্ছি কিছু ? মুই ভাবলাম মোর খোকীরে ধরেচে– ক্রমে ভিড় আরও বাড়তে লাগলো দেখে আসবার উপক্রম করচি এমন সুময় বোরো বললে—বাবু, একটা কথা । মোর কাপড় একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে বাঘের সঙ্গে হড়যুদ্ধ করতি। এ পরে আছি কলু বাড়ীর মনো দিদির থানখানা। সকালে এটু চেয়ে এনেছে মোর ছেলে গিয়ে । মোর সে কাপড় তো নক্ত-মাখা নোনাতলায় পড়ে রয়েচে ওই দেখুন-ও অার পর স্বাবে না। তা বাৰু, রেশম কাট খান মোরে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে জ্ঞান আপনি – এ পরের কাপড়, ওরা আজই চেয়ে নিয়ে যাবে এখন—মুছলবে বেরুতি পারবো না বস্তর ধিনে -- মূখুষ্যে কাকাও আমার দিকে চেয়ে আমুনয়ের স্বরে বললেন—গাও বাবাজি, ওর রেশন কার্ডখানা দেওয়ার ব্যবস্থা করো, আর যাতে একখানা কাপড় ওকে আজই দিতে পারো-- ওর মোটেই কাপড় নেই -ঘাতে হয় বাবাজি--তুমি মনে করলেই হবে— মুখুয্যে কাক আমার হাতদুটো ধরেন আর কি। প্রভাতী সেদিন কি এক অদ্ভুত অভিজ্ঞতা হোল নদীর তীরের কানন-ভূমিতে। জানি, এসব কথা লেখা এত কঠিন ! একটা ছত্র আদি লিখতে ভূল হয়, মনের ক্রমের সঙ্গে না মেলে, তবে সবটাই ভুল হয়ে যাবে, অস্পষ্ট হবে, অবাস্তব ঠেকবে। তবু আমার চেষ্টা করতে হবে। সে অভিজ্ঞতার আনন্দ পরকে দিতে হবে। নিজে ভোগ করে চুপ করে বসে থাকা অামার ভালো লাগে না। বর্ধার দিনের মেম্বমেদুর আকাশ । ঠাও। দুপুরটি, অথচ বৃষ্টি হয় নি আজ তিন চারদিন। রাস্তা-ঘাট শুকৃনো খটখট করচে। ঘন মেধ জমে রয়েচে আকাশে, কালে মেঘে অন্ধকার জল-স্থল, বৃষ্টি এল এল, অথচ বৃষ্টি আসচে না । স্নান করতে গেলাম নদীতে, ঘরের বাইরে পা দিয়েই কি যে আনন্ম হোল মনে । সবুজ তাজ প্রাণের প্রাচুর্ঘ্যে ধরিত্রীর অঙ্ক ভরপুর। শুষিল আভা, সবুজ মটরলতা, মটরলতায় মটরফল, মাকাল-লতায় অগ্রভাগে মাকলিফল, বুনো ঘঞ্জিভুমুর গাছের আর্দ্র গুড়িতে খোলো খোলো কচি ডুমুর, ঝোপে কোপে নাকজোরালের স্বধৃগু তিন রঙা ফুল (Gladiosa superba) ছলচে সজল বাতালে। সঙ্গে সঙ্গে চুলচে বঁাশের কোড়, নদীর গৈরিক জল, ওপারের কালে নলখাগড়ার গুচ্ছ । মামি নদীজলে অবগাহন করলাম বাঁশতলার ঘাটে। স্বান করে উঠলাম সিক্ত বস্ত্রে। উচু পাড়, চখ বালির ঘাট, পায়ে এতটুকু কাদা লাগে না কোথাও, चांदक चर्षणांश्न कtब्रl, षष्ठपूब पांe उउनूद्र व्था वाणि । मज, नउनैर्ष ८बभूवन चान्द्र जाण