পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পড়ে পাওয়া কালবৈশাখীর সময়ট। আমাদের ছেলেবেলার কথা । বিধু, সিধু, নিধু, তিস্থ, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি । বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় । সে হঠাৎ কানখাড়া করে বললে – ঐ শোনআমরা কানখাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম —কি রে ? বিধু আমাদের কথার উত্তর দিলে না। তখনে৷ কানখাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠলো— ঐ - ঐ শোন— আমরাও এবার শুনতে পেয়েছি • দূর পশ্চিম-আকাশে ক্ষীণ গুডু-গুড় মেঘের আওয়াজ । নিধু ডাচ্ছিল্যের সঙ্গে বললে - ও কিছু না— বিধু ধমক দিয়ে বলে উঠলো—কিছু না মানে ? তুই সব বুঝিম কিনা। বোশেখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ? ঝড় উঠবে। এখন জলে নামবে না। কালবৈশাখী । আমরা সকলে ততক্ষণ বুঝতে পেরেছি ও কি বলছে। কালবোশেণীর ঝড় মানেই আম কুড়নো বাড়ধ্যেদের মাঠের বাগানে চাপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি ! এই সময়ে পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। ষে আগে গিয়ে পৌছতে পারে, তারই জয় । সবাই বললাম--তবে থাক । কিন্তু তখনে। রোগ গাছপালার মাথায় দিব্যি রয়েছে । আমাদের অনেকের মনের সন্দেহ এখনো দূর হয় নি। ঝড়-বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না ; তবে বহু দূরাগত DD BBB B BBB BBS DDBS BBB BB BB BB BBB BB BBBBB BBBB বাওয়া কি ঠিক হবে ? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে। ধেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে, সে নিজে এখুনি চাপাতলীর আমতলায় ৰাছে, বার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে । এরপর আর আমাদের সন্দেহ রইল না । আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হোল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ । ভীষণ ঝড় উঠলো, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে । বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো, ধুলোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল, একটু পরেই LLLS DDS DDS BBB BBS BB BBBB BBB BB BB BB DDD DDDD DDS নামলো । 懿