পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 বিভূতি-রচনাবলী বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আমি করছে শিলাবৃষ্টির মত ; প্রত্যেক ছেলের হাতে এক-এক বোঝা জাম । আমরাও যথেষ্ট আমি কুণ্ডুলাম, আমের ভারে হয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্ত ওলায় চলে গেল, কেউ বাড়ী চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ী ফিরছি। পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে ; পাকা নোনা স্বদ্ধ নোনাগাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে, কাটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভত্তি, কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি অtধ-অন্ধকারের মধ্যে । এমন সময় বাদল কি একটা পায়ে বেধে হোচট খেয়ে পড়ে গেল। অামায় বললে—ভাখ তো রে জিনিসটা কি ? আমি হাতে তুলে দেখলাম একটা ছোট টিনেয় বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগ অঞ্চলে বলে, “ডবল টিনের ক্যাশ বাক্স’। টাকাকড়ি রাখে গাড়াগায়ে । এ আমরা জানি । বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়লো। বললে—দেখি জিনিসটা ? — ভাখ তো, চিনিস ? —চিলি, ডবল টিনের ক্যাশ বাক্স’ । —টাকাকড়ি থাকে। * —তাও জানি । —এখন কি করবি ? —সোনার গহনাও থাকতে পারে। ভারী দেখেছিল কেমন ? —তা তে থাকেই। টাকা গহনা আছেই এতে । 'টিনের ক্যাশ বাক্স' হাতে আমরা দু’জনে সেই অন্ধকার তেঁতুলতলায় বসে পড়লাম। দু’জমে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বলে। আমি যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অ গ্রাহ করে যা কুড়িয়ে এনেছি, তfও এক পাশে অনাদৃত অবস্থায় *ारफुद्दे ब्रहेल থলেতে বা দড়ির বেনি গেজেতে। বাদল বললে—কেউ জানে না যে আমরা পেয়েছি— —তা তো বটেই। কে জানবে আর । —এখন কি করা যায় বল । -बाँकुछ cडीं उtजां-दक- - —এখুনি ইট দিয়ে ভাঙ্গি যদি বলিল তো—ও, না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দু’জনে নেবো, আর কেউ না। খুব সন্দেশ থাবো। ঝড়ের ঝাপটা আবার এল। আমরা তেঁতুলগাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্ৰয় নিলাম। তেঁতুলগাছে ভূত আছে সবাই জানে। কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে