পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंजांदर्जौ \995 মহাশয়কে আমার সভক্তি প্ৰণাম জানাইবেন ও আপনি গ্রহণ করিবেন। আমত। এমন স্থান যে সেখানে ইচ্ছা করিলেও যখন তখন যাইবার কোন উপায় নাই। নতুবা এই এক বৎসর সেখানে যাই নাই ! বনগ্রাম বা ঝাড়গ্রামে কতবার যাইতাম । আমত। যাওয়া অপেক্ষা কাশী যাওয়া সহজ । ছোটখুকি কেমন আছে ? সে কি আজকাল কথাবাৰ্ত্তা বলিতে শিথিয়াছে ? অাশা করি সে আমায় দেখিয়া আর ভয় পাইবে না। লক্ষেী শহরটি স্বর্গু ও স্বন্দর। হজরতগঞ্জ বাদশাবাগ প্রভৃতি স্থান কলিকাতার চৌরঙ্গির মত দেখিতে। লক্ষ্মেীর Zoo দেখিবার মত জিনিস। বাঘ, সিংহ ইত্যাদি প্রাকৃতিক অরণ্য সৃষ্টি করিয়া তাহার মধ্যে রাখা হইয়াছে। জিনিসপত্রও খুব সস্তা। আমিনাবাদের বিখ্যাত রাবড়ি ১ সের। কানপুরে গঙ্গার ধার জ্যোৎক্ষ্ম-রাত্রে পরম রমণীয় হইয়াছে। লক্ষে হইতে একটা বেডকভার কিনিয়াছি ৭ টাকা দামে—কলিকাতায় সে জিনিসই পাওয়া যাইবে না। পাইলেও দাম ১৬ টাকার কম নয়। মাংস ॥/• সের, মাছ wws/১২ টাকায় বড় কই মাছ । . পুত্রোত্তরে কুশল জানাইয়া স্বধী করবেন। বালক-বালিকাদের আশীৰ্ব্বাদ দেবেন। ਝੋਚਿ-- " @中○ー বিভূতি (নীচের দুইখানি পত্র ঐযুক্ত গজেন্দ্রকুমার মিত্রকে লিখিত ) বারাকপুর ( যশোয় ) शत्रलबांग्न, প্রিয় গজেনবাবু, গত রবিবারে যাওয়ার ঠিক ছিল, কিন্তু সকালের সংবাদপত্র দেখে শ্বশুরমশায় বারণ করলেন, কে বললে লোকাল স্টেশনের প্ল্যাটফর্মেও ছোরা মেরেচে কে কাকে । আপনার বৌদিদিও বারণ করলেন। না যাওয়ার জন্যে দুঃখিত। আমি এক বারাকপুরের বাড়ীতে ভাল লাগচে না । পাড়ার লোক রান্না করে দিচ্চে । সে বিষয়ে এখানকার লোক ভালো । এখানকার বন-শোভা আমার সব দুঃখ ভুলিয়ে দেয়--আর ইচ্ছামতীর কালো স্বচ্ছ জলধারা । ষ্টিভেনসন বাস করেছিলেন সামোয়া দ্বীপের নির্জন অরণ্যে ৩•• বিঘে জমি কিনে। সেখানে তার কাঠের বারা থেকে দেখতেন কত রকমের ফার্ণ। গাছের ডালের মধ্যে গজিয়েচে কত রকমের রঙীন ফুলে ভরা অৰ্কিড, বাতাসে ভেসে আসতে বস্ত লেবুর গন্ধ, বস্ত ফ্র্যাংগি গিনি ফুলের গৰু, বনটিয়ার কাকলি-ৰাকে বলে লেখকের পক্ষে ideal জীবন ideal পরিবেশ।