পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूहे बांप्ली 19ఫె তোমার মূক অভিনয়টি আর একবার দেখাতে হৰে— মঞ্জু উৎসাহের সঙ্গে বলিল—বেশ দেখাব ৷ ভালো লেগেচে আপনার ? -চমৎকার । —সত্যি বলচেন নিখুদা ? —মন থেকে বলচি বিশ্বাস কর— இ —তা যখন বললেন—তখন ওর চেয়েও ভালো একটা করি আমি। স্কুলে প্রাইজ পেয়েছিলাম করে—সেটা করব এখন। --তাহলে রইলাম আমি । না দেখে যাচ্ছিনে— সন্ধ্যার কিছু পরে ‘কচ ও দেবম্বানী'র মুক অভিনয় মঞ্জু করিল। ছোট ভাইকে কচের इबिकांश मशषागै कब्रिाहिण। निषूद ऋन श्रेन शक्र खारे चिनिनsएक नडे कविणমঞ্জুর অভিনয় সৰ্ব্বাঙ্গৰুন্দর হইত যদি সে ছোট তাইয়ের কাছে বাধার পরিবর্তে সাহায্য পাইভ । অনেক রাত্রে নিধু যখন মঞ্জুদের বাড়ী হইতে ফিরিল—তখন মাখার মধ্যে ৰিমঝিম করিতেছে—কিসের নেশা যেন তাহাকে মাতাল করিয়া দিয়াছে, কত ধরনের চিন্তাও অন্ধভূতির জটিল স্রোত তখন তাহার মনকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে, কোনো কিছু ভালোভাবে ভাবিয়া ও বুঝিয়া দেখিবার অবসর ও ক্ষমতা নাই তখন । নিখুব মা বলিলেন—এলি বাবা ? কেমন হল বল দিকি ? একেই বলে বড়লোক । বড়লোক ষে হয়, তাদের সব তালো না হয়ে পারে না। জন্মদিন ষে জাবার ওভাবে করা যায়—ত তুমি-আমি জানি ? নিধু হাসিয়া ৰলিল—জানব কোথেকে মা ? পয়সা আছে ? —আর কি চমৎকার মঞ্জু মেয়েট । কেমন পালা গাইলে হাত পা নেড়ে ? মুখে কিছু না বললেও সব বোঝা গেল । —সব বুঝেছিলে মা ? —ওমা, ঠাকুর-দেবতার কথা কেন বুঝব না 7 —কোনটা ঠাকুর-দেৰঙfর কথা হল মা ! তুমি কিছুই বোঝনি। ও আমাদের ঠাকুরদেবতার নয় তুমি বা ভাবচ। বুদ্ধ নাম শুনেচ ? ও সেই বুদ্ধদেবেয়— —ত আৰু গে, দেবতা তে, তাহলেই হল। কিন্তু বাই বল, মৰু চমৎকার মেয়ে। না। কি স্বন্দর দেখতে ? 鬱 মঞ্জুর কথায় নিৰু বিশেষ কোনো উৎসাহ দেখাইল না। একবার সমর্থনস্বচক্ষ ঘাড় নাড়িয়া খরের মধ্যে চলিয়া গেল ।