পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e)• সারা জীবন বিভূতিভূষণ নানা ভাবে পৰ্যটন করেছেন। ‘অভিযাত্রিকে পায়ে হেঁটে আখৰা কাছের শহরতলী বা গ্রামে যেয়ে সে মনের শাস্তি দেখা যায়। ভ্রমণকাহিনী পাঠেও বা ভ্রমণের গল্প বলায় তার আযুক্তি লক্ষণীয়। পথের পাঁচালী’র পথের দেবতা অপুকে শুধু পথিক করেন নি, অন্যান্য গ্রন্থের বহু চরিত্রেও প্রসাদ রেখেছেন। ছোটগল্প ‘ডাকগাড়ী’র রাধাও তাই ডোবার ধার ছেড়ে একটু কোথাও বেড়িয়ে আসতে চায় ও ডাকগাড়ী গতির প্রতীক হয়ে তাকে আনন্দ দেয় ( জন্ম ও মৃত্যু' ) । বিন কারণে “সি দুরচরণ বাহাদুরপুরে যায় ঘুরে আসতে (সিন্থরচরণ—"নবাগত)। বিপিনের সংসারে বিপিন ভ্ৰাম্যমাণ, কেদায়রাজা'র কন্যা শরৎ দেশ বিদেশে যায়। আরণ্যক এক অপূৰ্ব্ব বনভ্রমণের ‘সাগ'। 'আদর্শ হিন্দু হোটেলে’র হাজারীঠাকুর গ্রাম-গ্রামাস্তরে বিচরণের পরে বোম্বে যায়। এরকম বহু দুষ্টান্ত সৰ্ব্বত্র বিভূতি-সাহিত্যে। আনন্দ থাকায় সকলে আপন, সকলেই আদৃত স্রষ্টার কাছে। গতি থাকায় তিনি চিরনবীন। © প্রগতিশীল অস্তদুটি থাকায়-তিনি বস্তাবন্দী প্রাচীন সাহিত্যের সহযাত্রী হন নি। এক পিন্ধি সমালোচক বিভূতিভূষণকে মেজাজের দিক থেকে প্রাচীন’ বলেছেন। কি করে বলা যায় ? তিনি গ্রামীণ, প্রাচীন নন। বরঞ্চ কিঞ্চিং আধুনিক মনোবৃত্তি তিনি গ্রামের মামুষে আরোপ করে তাদের করেছেন আধুনিক। জীবনকে একঘেয়ে লাগে, তারা বেড়িয়ে আসতে যায় কোথাও ; একটু পৃথক বস্তু খুঁজে বেড়ায়। আধুনিক পারমিট, র্যাশান ইত্যাদি নিয়ে ব্যস্ততা দেখা যায় এসব চরিত্রে। যুদ্ধ ও দুভিক্ষ অশনি সঙ্কেতে’ চিত্রিত হয়। যুগযন্ত্রণ প্রকট ভাবে না থাকলেও ‘বিপিনের সংসার’ উপন্যাসে জীবনের ছোটখাটে। সমস্যা গুলি দেখা যায়। কিন্তু রূপ বা প্রতিক্রিয়া তীব্র নয়। কারণ শহুরে ও গ্রামীণ মানুষের প্রতিক্রিয়া ভিন্ন । মামিক বন্দ্যোপাধ্যায়েও অনুরূপ শহরে ও গ্রামীণ মানুষের গতির পার্থক্য দেখা যায়। বিভূতিসাহিত্য আলোচনার সময়ে আমাদের মনে রাখতে হবে তিনি প্রধানতঃ গ্রামকে কেন্দ্র করে লিখেছেন। গ্রামের মাচুষ ও গ্রামের নিস্তরঙ্গ দিনযাত্রা ছিল তার উপজীব্য। তিনি আমাকে বলেছিলেন, “আমি তো পাড়াগ ছাড়া থাকতে পারব না।” গ্রামকে ছেড়ে দূরে থেকেও ( ভাগলপুর, বড়বাসা) গভীর পিপাসায় তিনি গ্রামের কথাই লিখে গেছেন—তার অমরত্বটি ‘পথের পাঁচালী’ । বিভূতিভূষণের প্রতিভা যার থাঁকে কেবলমাত্র তিনিই সাহস করতে পারেন সমগ্র নাগরিক জগৎকে প্রেম, ঈর্ষা, পাপপুণ্যের জটিলতা থেকে আহবান করে নিতে অখ্যাত পল্লীসীমায় দরিত্রঘরের বৈচিত্র্যহীন কাহিনীর তুচ্ছ পরিমণ্ডলে। বৈচিত্র্যহীন ভাই বিচিত্র। সহজ তাইতে জটিল। সাধারণ বলেই অসাধারণ। সহজ নিবাজার ছবি সহঞ্জে লেখা যায় না। বিভূতিভূষণের মত প্রতিভার আবগুক হয়। थक ७कf षाङिद्र शासिषविकां* धक ५क नष क्षद्वग्न एग्न । जांकडूब्रण थtङTाकङ्ग