পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& বেকলে একটা ছেড়ে দশটা পান্ত্ৰী কালই যোগাড় করে দেব । —নিধিরামবাৰু আপনি বিবাহিত ? নিৰুসলজভাবে বলিল-জাঙ্গে না, এখনো করি নি— —আপনি তো আমখ সুয়েও বয়সে ছোট—আপনার যথেষ্ট সময় আছে এখনো। * সাধন ভট্চাজ ব্যগ্রভাবে নিধুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিলেন—আর ছজুরেরই কি সময় গিয়েচে নাকি । বলুন তো দেখি চেষ্টা কাল থেকেই— স্বনীলবাবু হাসিয়া বলিলেন—হবে, হবে, ঠিক সময়ে বলব বইকি। লঘু হাস্ত-পরিহাসের মধ্য দিয়া চা-মজলিস শেষ হইলে উভয়ে স্থনীলবাবুর বালা হইতে বিদায় লইয়া চলিয়া আসিলেন। পথে সাধন ভট্চাজকে একটু অন্তমনস্ক মনে হইল। নিধুর কথার উপরে সাধন দু-একটা অসংলগ্ন উত্তর দিলেন। নিধুর বাসার কাছে আসিয়া সাধন একবার মাত্ৰ ৰলিলেন—তাহলে নিৰু তুমি এ শনিবার বাড়ি ঘাচ্ছ নাকি ? নিধু বলিল—আঞ্জে হ্যা—যাব বই কি— —আচ্ছা তা হলে সোমবার দেখা হবে । আলি আজ-- নিৰু মনে-মনে হাসিল। সাধন-মোক্তারকে সে ইতিমধ্যে বেশ চিনিয়া ফেলিয়াছে। আর্থ ছাড়া তিনি এক পাও চলেন না। আশ্চৰ্য্য ! ওই মেয়েকে সাবডেপুটি স্বনীলবাবুর হাতে গছাইবার জ্বরাশ সাধনের মনে স্থান পাইল কি করিয়া ? স্বাক, পরের কথায় থাকিবার তাহার দরকার নাই। সে নিজে আপাতত সাধন-মোঙ্কারের তাগিদের দায় হইতে রেহাই পাইয়াছে ऐशहे वtषहे । তাজমাসের দিন ছোট হইয়া আসিতেছে ক্রমশ–নিধুর সকল ব্যস্ততাকে ব্যর্থ করিয়া দিয়া কামারগাছির দীঘির পাড়ে আসিতেই সন্ধ্যা হইয়া গেল। বাড়ী পৌছিল সে সন্ধ্যার প্রায় DDDDSBBB S BDD DBB BB BBBS BBB BB BBBB BBB BBS BB BB BB কোন ছুতায় মঞ্জুদের বাড়ী যাইবে ? o বাড়ীতে সে পা দিতেই তাহার মা বলিলেন—তুই এলি? জজবাবুর ছেলে তোকে বিকেল থেকে তিনবার খোজ করে গিয়েচে । এই তো খানিক আগেও এসেছিল—বলে গিয়েচে এলেই পাঠিয়ে দিতে—মঞ্জু কি দরকারে তোর খোজ করেচে— নিধু উজালীন ভাবে বলিল—ও । আচ্ছা দেখি—জাবার রাত হয়ে গেল এদিকে— —স্বাত তাই কি ! মঞ্জর ভাই বলে গেল, স্বত রাত হয় জ্যাঠাইমা, নিদ্ৰা এলে পাঠিয়ে দেবেনই— -८दनं पांव ७थन । श७ यूषं पूऐपरब्र ८छ्ॉड़े ७कथांना चाब्रनि हिण । निरणब भूष उांशप्ठ cषषिब्रां निषू विप्नव भूनि एरेण ना । नषअंcन ७ जूलाइ बूषब cछशब-नां★, cरांनह्णन् ! उबनश्लिाप्रब नामान