পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুই বাড়ী ግy বেশ আলাপ হয়ে গিয়েচে, একথা শুনে অনেকেরই খুব ছিংসে তোমার ওপর জানো তো ? নিধু আশ্চর্ষ্য হইয়া বলিল—সে কি ! এর জন্যে কিসের হিংসে ? —তুমি কেন হাকিমদের সঙ্গে আলাপ করবে, বাড়ী নিয়ে স্বারে-মথন বারে এত প্রবীণ মোক্তার রয়েচে–কই আর কারো বাড়ী তো হাকিম যায় নি ? —এসব নিয়ে কথাবাৰ্ত্ত হয় নাকি ? —তুমি শুনলে অবাক হয়ে বাবে বারের প্রবীণ মোক্তারেরা পর্য্যস্ত এই নিয়ে বলাবলি করচে। সবারই হিংসে । 娜 —করুক গিয়ে। ভালোই তো, আমার একটু পসার হবে হয়তো ওতে। —না ভায়া—মক্কেল ভাঙিয়ে নিতেও পারে ৷ fহংসে করে যদি তোমার পেছনে সবাই লাগে—তবে তোমার মকেল পাওয়া মুশকিল হয়ে দাড়াবে। আমি তোমার হিতৈষী বলেই তোমায় বলে গেলাম । to সাধন কি মতলবে আসিয়াছিল নিৰু বুঝিতে পারিল না। কিন্তু তাহার মনে হইল সাধনের কথার মূলে হয়তো সত্য আছে। বার-লাইব্রেরী স্বদ্ধ সব মোক্তার তাহার বিরুদ্ধে দাড়াইল নাকি ? নতুবা সারা সপ্তাহে সে একটি পয়সা পাইল না কেন ? শনিবার দিন সকালে বাড়ীওয়ালার লোক ও গোয়াল আলিয়া তাগাদ দিল। নিধু তাহাজের বুঝাইয়া দিল এ চাকুরি নয় ষে মাসকাবারে মাহিনী হাতে আলে—টাকা দিতে দু-চার দিন বিলম্ব হুইবে । কিন্তু বাড়ীওয়ালার লোক যেন তাড়াইল-বাড়ীতে আজ যাইবার সময় জিনিসপত্র সওদা করিয়া লইয়া বাইতে হুইবে—হাতে এদিকে একটি পয়সা নাই। তাহার আয়ের উপরই আজকাল সংসার চলে—খরচ দিয়া না আপিলে পরবর্তী সপ্তাহে সংসার অচল । নিধুর মুহুরী এই সময় আসিয়া বলিল–বাৰু আজ বাড়ী যাবেন ? —তাই ভাবচি। কি নিয়ে ঘাই, একটা পয়সা তো নেই হাতে— —মোক্তারী ব্যবসার এই মজা।. মাঝে-মাঝে এমন হবেই বাৰু। মক্কেল কি সব সময়ে জোটে। বন্ধুবাবুর কাছে একবার ধান না ? SBBB BB BS BB BBBS BB BB BBB BB S BS DD DDD DD DD DS সেও ভালো । শুধু সে শনিবার নয়, পরের শনিবারেও নিধুর বাড়ী ধাওয়া হইল না। মস্কেলের দেখা – নাই জাদে, মুী ধারে জিনিসপত্র দেয়, তাই বাসা খরচ একরূপ চলিল, কিন্তু অস্তান্ত পাওন+ দ্বারের তাগাদায় নিৰু অস্থির হইয়া উঠিল। ইতিমধ্যে সে বাড়ী হইতে বাবার চিঠি পাইল— শনিবার বাড়ী কেন আসে নাই–সংসারে খুব কষ্ট ঘাইতেছে—বাড়ী স্বদ্ধ লোককে অনাহারে DBBB DBB DD BB BBBB BBBBB BS BBBBSBBBB BBB BB BBB BB BBB জানে—জিনিসপত্রের একটা লম্ব ফর্দ পঞ্জের শেষে জুড়িয়া দেওয়া আছে। চিঠিখানা ছাড়া হইয়াছে শুক্রবার—রবিবার সকালে সে চিঠি পাইল। সে সম্পূর্ণ নিরুপার-হাতে পয়সা না জাগিলে বাড়ী গিয়া লাভ কি ?