পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eyo विडूऊि-बक्रमांबी সে যে কি টান, তা বলায় কথা নয়। কাকে কি বলবে ? গয়া মেম বড় উচু ডালের পাখি। হাত বাড়াবার সাধ্য কি প্রসন্ন চাকত্তির মত সামান্ত লোকেয় ? গয়া মেম সুদৃষ্টিতে তার দিকে চেয়েছে এই একটা মন্ত সাৰ্ব্বনা। সুদৃষ্টিতে চাওয়া মানে গয়া মেম জানতে পেরেচে। প্ৰসাদ আমীন তাকে ভালোবাসে বা এই ভালোবাসার ব্যাপারে গয়া অসন্তুষ্ট নয়। বরং প্রশ্ৰয় बिक भोदक भांtव। এই যে বঙ্গে খাচ্চে প্ৰসন্ন চকত্তি-সে সময় মানসনেত্রে কার সুঠাম তুঙ্গভঙ্গী, কার আয়াত্ত চক্ষুর বিলোল দৃষ্টি, কার সুন্দর মুখখানি ওর চোখের সামনেবারবার ভেসে উঠছে ? ভাতের দল গলার মধ্যে ঢুকচে না চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার অন্থে, সে কার কথা মনে হয়ে ?-- ছোটসাহেবের মন্বগাৰ্ব্বিত্ত পদধ্বনিও সে তুচ্ছ করেচে। কার জঙ্গে ? প্ৰসন্ন আমীন এতদিন পরে সুখের মুখ দেখতে পেয়েচে । মেয়ে মানুষ কখনো ভাৱ দিকে সুনজরে চেয়ে দেখে নি। কত বড় অভাব ছিল তাঁর জীবনে। প্রথমবার যার সঙ্গে বিয়ে হয়েছিল, গোঙা, গেঞ্জিয়ে গেঞ্জিয়ে কথা বলতো, নাম যদিও ছিল সরস্বতী। গোঙা হোক, সরস্বতী। কিন্তু বড় স্বত্ন করতে স্বামীকে । তখন সবে বয়েস উনিশ-কুড়ি । প্ৰসন্নয় বাবা রতন চক্‌ত্তি ছেলেকে বড় কড়া শাসনে রাখতেন । বাবা দেখেশুনে বিয়ে দিয়েছিলেন, বলবার জো ছিল না ছেলের । সাধ্য কি ? সরস্বতী রাত্রে পান্তাভাত খেতে দিয়ে লেবু কেটে দ্বিত, তেঁতুলগোল, লঙ্কা আর তেল দ্বিত মেখে খাবার জন্যে। চড়কের দিন একখানা কাপড় পেয়ে গোঙা স্ত্রীয় মুখে কি সরল আনন্ধি ফুটে উঠতো। বলতে, আমার বাপের বাড়ী চলো, উচ্ছে দিয়ে কঁাটালধীচি-চুচড়ি খাওয়াবো। আমাদের গাছে কত কঁাটােল! এত বড় বড় এক একটা! এত বড় বড় কোয়া! इोंठ पैरह दcझ c४itड़। BLL KKBLOB K KuuK KSD DBBB LBD DBLSS Lt K DD B B K শুনে কোনো দিন। মনে বরং কষ্ট হোতে। না, দেখতে শুনতে ভালো না । স্নং কালো, দাত উচু। তবুও পুৱালে বেড়াল-কুকুরের ওপরও তো মমতা হয় ? সরস্বতী পটল তুললো প্ৰথমবার ছেলেপিলে হতে গিয়ে। আবার বিয়ে হোলো রাজনগরের সনাতন চৌধুরীর ছোট মেয়ে অন্নপূর্ণার সঙ্গে। অন্নপূর্ণ দেখতে শুনতে ভালো এবং গৌরবর্ণের মেয়ে বলেই বোধ হয় একটু বেশ গুমুরে। সে এখনো বেঁচে আছে তাৱ বাপোৱা বাড়ীতে। ছেলে মেয়ে হয় নি। কোনদিন মনে-প্ৰাণে স্বামীর ঘর করে নি। না। করার কারণ বোধ হয় ওর বাপের বাড়ীয় সচ্ছলতা। অমন কেলে ধানের পর চিড়ে আর শুকো দুই কারও ঘরে হবে না। সাতটা গোলা বাপের বাড়ীর উঠোনে। } অন্নপূর্ণ বড় দ্বাগ দিয়ে গিয়েছিল। জীবনে। পয়সার জঙ্গ এতো ? ধানের মরাইয়ের অহঙ্কাৱা এতো ? wiসনাতন চৌধুরীরই বা ক’টা ধানের গোলা। যদি পুরুষ মানুষ হয়। প্ৰসন্ন চক্ষত্তি, যদি সে রতন চকভিন্ন ছেলে হয়-স্তবে ধানের মরাই কাকে বলে সে দেখিয়ে দেবেওই অন্নপূর্ণকে দেখাবে একদিন।