পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

IfÖ S89 --না। আমার ছেলে ঐ সম্পত্তি নেবে না। -সম্পত্ত্বিও নেবে না ? --না, তিলুয়াগ কোরো না, বহু লোকের ওপর অত্যাচারের ফলে ঐ সম্পত্তি গড়ে উঠেছে-আমি চাইনে আমার ছেলে ওই সম্পত্তির অন্ন খায়। শোনো তিলু, আমি অনেক গুলো লোকের সঙ্গ করেছিলাম। এইটুকু জেনেচি, বিলাসিত যেখানে, বাড়তি যেখানে, সেখানেই পাপ, সেখানেই আবর্জনা। আত্মা সেখানে মলিন। চৈতন্যদেৰ কি আর সাথে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, “ভালো নাহি থাবে আর ভালো নাহি পরিবো।” --আপনি যা ভালো বোঝেন - --আমি তোমাকে অনেকদিন বলেচি, ভে, আমি অন্য পথের পথিক। তোমার দাদার --কিছু মনে কোরো না-কাজকৰ্ম্ম আমার পছন্দ ছিল না কোনোদিন। রামু বাগদিকে খুন করিয়েছিলেন উনিই। রামকানাই কবিরাজের ওপর অত্যাচার উনিই করেন। সেই রামকানাই। কিন্তু তেঁাকে বিপদের ইঙ্গিত দেয়। ভবিতব্য, কানো যাবে কেন ? যাক গে DBB BDEL BDB LDD D LSGD DKK LBD mBu DBB YBBDSS DBBu BBBS সরল, ধাৰ্ম্মিক, সত্যপরায়ণ হবে। যদি সে ভগবানকে জানতে চায়, তবে সরলতা ও দীনতার মধ্যে ওকে জীবন যাপন কুরুতে হবে। মলিন, বিষয়াসক্ত মনে ভগবদর্শন হয় না। আমি ওকে সেইভাবে মানুষ করবো । SqL DD TBDDD KK uBuD DBLD BDB --তুমি জানো, আমি সন্ন্যাস গ্ৰহণ করি নি। আমার শুকদেব মহারাজ (ভবানী যুক্ত করে প্ৰণাম করলেন) বলেছিলেন-বাচ্চা, তেৱা আবি ভোগ স্থায় । সন্ন্যাস দেন নি। তিনি আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। ছবির মত। তবে তিনি আমাকে আশীৰ্ব্বাদ করেছিলেন, সংসায়ে থেকেও আমি যেন ভগবানকে ভুলে না। যাই । অসত্য পথে, লোভের পথে, পাপের পথে পা না দিই। শ্ৰীমদ্ভাগবতে যাকে বলেচে 'বিত্তশাঠ্য, অর্থাৎ বিষয়ের জন্যে জালজুয়োচুরি, তা কোনোদিন না করি। আমার ছেলেকে আমি সেই পথে পা দিতে এগিয়ে ঠেলে দোবো? তোমার দাদার সম্পত্তি ভোগ করলে তাই হবে। --তবে কি হবে দাদার সম্পত্তি ? -কেন তুমি ? --আমার ছেলে নেবে না। আমি নেৰো ? আমাকে কি যে ভেবেচোন। আপনি ? --তবে তোমার দুই বোন । SYqDLDDD LY0LGGG GLBB DLB BEE -svsta 5i -চাইলেণ্ড, আপনি স্বামী, পরমণ্ডরু তাদের। তারা নিৰ্বদ্ধি মেরোমানুষ, আপনি Wyts, cirrittat zij CFR 7 --তা হয় না তিলু। তাদের ইচ্ছে যদি থাকে, তারা বড় হয়ে গিয়েছে, তোগের ইচ্ছে