পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ईशभडी 2»b”እኔ এদিকে গায়ের মধ্যে হুলুস্থল। অমুকের বৌ একশো টাকা ঘামের মুক্তো পেয়েচে ইছামতীর জলে ৷ একশো টাকা এক সঙ্গে কে দেখোঁচে এই পাচপোতা গ্রামের মধ্যে ? ভাগিাটা বড় ভালো ওদেয়। বৌয়ের দল ভিড় ক’রে ওর কপালে সিঁদুর দিতে এল, ওর শাশুড়ি নরহরিপুরের শুর্গামরায়ের মন্দিরে মানতের পূজো দিয়ে এল। এ পাকা কলা পাঠিয়ে দেয়, ও পেঁপে। পাঠিয়ে দেয়। তিপুৱা সঙ্গে একদিন নিস্তারিণী দেখা করতে এলো। মুক্তোটা সে নিয়েই এসেচে। খোকা সেটা হাতে নিয়ে জিজ্ঞাসু চোখে মায়ের মুখের দিকে চেয়ে বললে,-কি এটা ? —মুক্তো। ---भूछ1 भi ? ল-ঝিনুকের মধ্যে থাকে । নিস্তারিণী খোকাকে কোলে নিয়ে বললে-ওকে "আমি এটা দিয়ে দিতে পারি, দিদি। --না, ও কি করবে। ওটা ভাই ? --সত্যি দেবো ? ওর মুখ দেখিলি আমি সব যেন ভুলে ঘাই--- তিলুনিস্তারিণীকে অতি কষ্টে নিবৃত্ত করলে। নিস্তারিণী খুব সুন্দরী নয়। কিন্তু ওর দিক থেকে হঠাৎ চোখ ফেরানো যায় না। গ্ৰাম্যবধূব লজ্জা ও সংকোচ ওর নেই, অনেকটা পুরুষালি ভাব, ছেলেবেলার গাছে চড়তে আর সাতার দিতে পটু ছিল খুব । ওর আর একটা দোষ হচ্চে, কাউকে ভয় করে না, শাশুডিকে তো নয়ই, স্বামীকেও নয়। তিলু শুকে ভালোবাসে। এই সমস্ত গ্রামের কুসংস্কারাচ্ছন্ন, মূখ, ভীরু, গতানুগতিকতা এই অল্পবয়সী বধূকে তার জালে জড়াতে পারে নি। এ যেন অন্ত যুগের মেয়ে, ভুল করে অৰ্দ্ধ শতাব্দী পিছিয়ে এসে জন্মেচে । তিলু বললোঁ-কিছু খাবি ? -1 | - ਬਸ ? -%jis fቫቮ ! Cሞና ማካgጃ ! এই নিস্তারিণীকেই একদিন তিলু অদ্ভুত ভাবে নদীর ধারে আবিষ্কার করলে ঝোপের আড়ালে রায়পাডার কৃষ্ণকিশোর রায়ের ছেলে গোবিন্দর সঙ্গে গোপনীয় আলাপে মত্ত অবস্থায় । তিলুগিয়েছিল। খোকাকে নিয়ে নদীতে গা ধুত্তে। বিকেলবেলা, হেমন্তের প্রথম, নদীর জল সামাঙ্ক কিছু শুকুতে আরম্ভ করেচে, শুকনো কালো ঘাসের গন্ধে বাতাস ভরপুর, নদীর ধারের পলিমাটির কাদায় কাশফুল উড়ে পড়ে বীজসুদ্ধ আটকে যাচ্চে, নদীয় ধারের ছাতিম KDD DKL EBD tBD BDB BB uDLLS BBO TEEB BBB DD DD BDBDDLL DBD অপরায়ের লিপ্ত ও একটুপানি ঠাণ্ডার আমেজ লাগা বাতাসে।