পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हेछiभडौं এমন সময়ে আর একজন হাটুরে দোকানদার সতীশ কলু, মাথায় সর্বে তেলের বড় ভাড় চ্যাঙারিতে বসিয়ে সেখানে এসে পড়লো। রাস্তার ধারে নালুকে দেখে বললৌ-টলো, बांदा मां ? -critz I Qixir te -डोंभांक cमई। -আমার আছে। দাড়াও, শিপটন্‌সাহেব চলে যাক আগে। --সায়েব আসচে কোড বললে ? ー習村類 "f習召に* *市びエーのマTび中一 হঠাৎ সতীশ কলু সামনের দিকে সািভয়ে চেয়ে দেখে যাডা আর শেওড়া ঝোপের পাশ দিয়ে নিচের ধানের ক্ষেতের মধ্যে নেমে গেল। যেতে যেতে বললে-চলে এসো, সায়েব বেরিয়েছে নালুপাল পানের মোট গাছতলায় ফেলে রেখেই সতীশ কলুঞ্জ অনুসরণ করলে। দূরে কুম্কুম শব্দ শোনা গেল টম্টমের ঘোড়ার। একটু পরে সামনের রাস্ত কঁাপিয়ে সাহেবের টমুটুম্ কাছাকাছি এসে পড়লো এবং থাম্ব তো থাম একেবারে নালুপালের আশ্ৰয়স্থল ওদের বটতলাঙ্গ ওদের সামনে । বটতলায় পানের মোট মালিকহীন অবস্থার পড়ে থাকতে দেখে সাহেব হেঁকে বললেএই! মোট কাহার আছে ? নালুপাল ও সতীশ কলু। ধানগাছের আড়ালে কাঠ হয়ে গিয়েচে ততক্ষণ। কেউ উত্তর cव न টমৃদ্টমের পেছন থেকে নফর মুচি আরদালি ইকল-কার মোট পড়ে রে গাছতলায় ? সাহেব বললে-উটার ডাও-কে আছে ? নালু পাল কঁচুমাচু মুখে জোড় হাতে রাস্তায় উঠে আসতে আসতে বললে—সায়েব, Qs:fs | সাহেব ওয়া দিকে চেয়ে চুপ করে রইল। কোনো কথা বললে না। নফর মুচি বললে-তোমার মোট । -sigs --কি করছিলে ধানক্ষেতে ? -its-vic সাঙ্গেব বললে-আমি জানে। আমাকে ডেখে সব লুকায়। আমি সাপ আছি না বাঘ আছি। ইয়া ? প্রশ্নটা নালুপালের মুখের দিকে তাকিয়েই, সুতরাং নালুপাল ভয়ে ভয়ে উত্তর দিলেभg । --ঠিক। মোট কিসের আছে ? -fi, il