পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 বিভূতি-রচনাবলী - fra --কথা বলেন । - Rik --তোমার সঙ্গেও বলবেন ? -হ্যা বাবা। আমি চাইলে, তিনিও চান। আমি ছাড়া নন তিনি। এসব কথা অবিশ্যি অস্তবানীই শিখিয়েছেন ছেলেকে। ছেলেকে বিশেষ কোনো বিস্তু তিনি দিয়ে যেতে পারবেন না। তায় বয়েস হয়েছে, এই ছেলেকে নাবালক রেখেই তঁকে বিদায় নিয়ে চলে যেতে হবে মহাপ্ৰস্থানের পথে। কি DBB BB DB DBBD BYYiiBDBD DB BBDBD S rDu DDDDBDBBDB DDDDB আলোকে একদিন পিতৃদত্ত যে সম্পদকে মহামূল্য বলে ভাবতে শিখবে, চিনতে শিখবে, বুঝতে শিখৰে । ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ । এর চেয়ে অল্প কোনো বেশি মূল্যবান সম্পদের কথা তার জানা নেই। খুব বেশি বুদ্ধির প্যাচের দরকার হয় না, সহজ পথে সহজ হয়েই সেই সহজের কাছে পৌছানো বায় । দিনের পর দিন এই ইছামতীর তীরে বসে এই সত্যই তিনি উপলব্ধি করেচেন। সন্ধ্যায়। ওই কাশীবনে, সাইবাবলার ডালপালায় রাঙা ঝোপটি স্নান হয়ে যেতো, প্রথম তারাটি দেখা দিত। তার মাথার ওপর কাৱ আকাশে, ঘুঘু ডাকতো দুরের বাশবনে, বনসিমফুলের সুগন্ধ ভেসে আসতে বাতাসে-তখনই এই নদীতটে বসে কতদিন তিনি আনন্দ ও অনুভূতির পথ দিয়ে এসে উপায় মনের গহন গভীরে প্রবেশ করতে দেখেছিলেন এই সভ্যকে -এই চির পুরাতন অথচ চির নবীন সত্যকে । বুঝেচেন এই সত্যটি যে, ভগবানের আসল তত্ত্ব শুধু স্বরূপে সীমাবদ্ধ নয়, স্বরূপ ও লীলাবিলাস স্কুটাে মিলিয়ে ভগবৎতত্ত্ব। কোনোটা ছেড়ে কোনোটা পূর্ণ নয়। এই শিশু, এই নদীতীর সেই তত্বেরই অন্তভুক্ত জিনিস। সে থেকে পৃথক নয়-সেই মহা-একের অংশ মাত্র । নিস্তারিণী খুব মুণ্ড হোলো। তার মধ্যে জিনিস আছে। কিন্তু গৃহস্থ ঘরের বেী, শুধু রাধা-খাওয়া, ঘর সংসার নিয়েই আছে। কোনো একটু ভালো কথা কখনো শোনে না। এমন ধরনের ব্যাপার সে কখনো দেখে নি। তিলুকে বললে-দিদি, আমি আসতে পারি ? ---“কোন পারৰি নে ? -ঠাকুয়জামাই আসতে দেবেন ? -al, cvigvart:X. sta -আমায় বড় ভালো লাগলো। আজ। কে এসব কথা এখেনে শোনাবে দিদি । আমার শতে শুধু ফ্যাটা আর লাখি। শুধু শাশুড়ির গালাগাল দুবেল। তাও কি পেট ভরে খেতি পাই? হ্যা পাপ করিছি, স্বীকার করাচি। তখন বুদ্ধি ছিল না। যা কমিচি, ডায় জঙ্গি ভগবানের কাছে বলি, অামাজে আপনি বা শান্তি হয় দেবেন।