পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vo बेिडूख्रि-काळ्नांबी অজ পাড়াগাঁয়ে বাড়ী, কে ওঁদের নাম শোনাচ্ছে ? লে জানে পায়রাগাছির ফাঁকিয়ের নাম। পায়রাগাছিন্ন ফকিরাও মন্ত সাধু। সেবার তার একটা গাইগৰু কি খেয়ে হঠাৎ মরে যার আর কি, সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা । বুধোকে সেখানে পাঠানো হল। ফকির সাহেবের সামান্ত কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওঁরা সবাই ভাল, সবাই বড়। সেই কেবল পাপী। বুধের মা-ও দুষ্ঠাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশে প্ৰণাম করে। খুডিমা বললেন-চল বুধের দা, বাসায় ফিরি। ভাল লাগছে । —পাপমুখে কি করে আর বল বামুনদিদি। ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চেরঞ্জন্ম পড়ে থাকি। সুহ্ম, ওই ছোট নাতনিটাৰ মাৰা। আমার হাতে না হলি দুষ্ট মেয়ে খাবে না। এখন বসে বসে তার কথাডাই বড় মনে হচ্ছিল । আহা, কদিন মুখটা দেখিনি । বুধের মা আঁচলে চোখ মুছলে । সো-রাত্রে শুয়ে বুধের মা ছটফট কমছে, অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুডমা ও বোষ্টম-বেী ওকে ডাক দিলেন। দেখা গেল, ওর বড় জর হয়েছে। জারের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধের মা , সেদিন ভুবনেশ্বর ইষ্টিশনের প্ল্যাটফর্মে হোচট খেয়ে পড়ে গিয়ে ইটুর খানিকটা কেটে যায়। সেই কটা জায়গাটি। বিষয়ে উঠেছে, পরদিন দেখা গেল। জয় BBLDL D LLLDD LLDL LBLBDD BDS KYS S LE KD DJL KEELD ø፪ጓማNsizማ ርቫé¥1 &ቑ፣ ] ਲਜ ਜ - || || বুধোেৱ মারি অবস্থা খুব খারাপ। খুড়মা, বেষ্টিম-বেী, গ্রামের সবাই ঘিরে বসে, এমন কি সেই বুদ্ধ পৰ্য্যস্থ ! কথন ও কখন ৭ জ্ঞান হয়, কখনও আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তাৱ सूबगgछ, पाठ्दा एछ;ण नच्च । খুড়মা বললেন-ও বুধের মা, কেমন আছ ? -ভাল না, বামুন দিদি। -বাড়ী যাবে ? -শরীরডা সেরে উঠলি চলুন যাই বামুনদিদি। ছোট নাতনিটার জন্সি মনডা কেমন 卒德{磁1 ভক্তিমতী বৃন্ধটি বললেন-ভগবানের নাম কর দিদি। বল-ইরে ‘কৃষ্ণ, হয়ে কৃষ্ণ, DB EDB LLLB YYS LLuBD DDDDSDDLD KDLDS রাত বারটার সময় আর একবার জ্ঞান হল, ওঁর। জ্ঞান হলেষ্ট বলে উঠিল-ও মুখুজ্যে ঠাকুর, আমার সেই সাত গাণ্ড ট্যাকা খুড়িমা মুখের ওপর বুকে বললেন-কি বলছি, ও বুধের মা ? -আমায় সেই সাত গাঁও টাকা আর শাড়ি দেব না ।