পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবন্ধাবলী vò স্পষ্টভয় করে পাঠকের মন অধিকার কয়ন্তে একটা অদ্ভুত কৌশলের পরিচয় আমরা পাই গুণাঢ্যের মধ্যে। পরবর্তী কালের নাট্যকারীরাওর্তার কাছে মনে হয় এবিষয়ে যথেষ্ট ঋণী। ‘বৃহৎDiLLL DDDDD LYS LSSuDDDBYDDB BtBBLBLBDSKBBBBD DBBBEBBD BDLLS অ্যামোদম্বায়ক গল্প হিসেবে ‘বৃহৎকথা’র পরই আসে বেতাল পঞ্চব্বিশক্তিকা’। ‘বৃহৎকথা।” B LB KK Y ELDLu BBgDLL SBDB EyggiLL SL LBBD S LMEEBDD সন্নল গঙ্গে । তবে এতে শ্লোক যে নেই একেবারে তা নয়, যা আছে তা খুবই কম আর গুণে “বৃহৎকথার শ্লোক গুলোর তুলনায় নিকৃষ্ট । লেখকের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় নি। তবে শিবদাস যে লেখক ছিলেন তা পণ্ডিতেরা স্বীকার কয়ে নিয়োচোন। গল্পগুলো রচিত হয়েছিল সরল সংস্কৃত ভাষায়। পাঁচিশটি গল্প পৰ্য্যায়ক্রমে এমনভাবে সাজান হয়েচে ষে প্ৰত্যেকটি গল্পের সঙ্গে আর একটােৱ যোগসুত্র পাঠককে খুঁজে বায় করতে হয় না। কষ্ট করে। গল্পের শেষে একটা অদ্ভুত অনুসন্ধিৎসা ভাব পাঠককে পরবর্তী পৰ্য্যায়ে নিয়ে যাবার জন্ধে প্ৰস্তুত থাকে। এই অনুসন্ধিৎসা ভাব স্বষ্টি করার মুন্সিয়ানাতেই লেখকের কৃতিত্ব। মহারাজ বিক্ৰমাদিত্য শ্মশানে মৃতদেহ আনতে গিয়ে প্ৰেতাত্মার অদ্ভুত গল্পের অবতারণায় তঁাকে বিএ ও কাৱ কৌতুহলোঙ্গীপক কাহিনী নিয়েই ‘বেতাল পঞ্চবিংশতি'র রচনা। কাহিনী খুব চিত্তাকর্ষক ও আবালবৃদ্ধবণিতা সব পাঠকের প্রিয় পাঠ্য। uBD LE BDDLDBDB KELSEDBEEtS LB DBDE BO K LEY SLiDuu রচয়িতা ও রচনাকাল অজ্ঞাত। একটা শুক পাখীর মুখে সৰুরটা চিত্তাকর্ষক গল্প এক্স বিষয়DDBS L TBu S sLLD KL KK EESEELrK BgBgLLLLSS SSiiD B যে সস্তুরটা গল্প এমনভাবে পায় পুর রচিত হয়েছে ধে পাঠকের ধৈৰ্য্য কখনও ভেঙ্গে যায় না। বরং গল্পের পরবর্তী অবস্থা জানিবার জন্যে জাগিয়ে রাখে একটা আগ্ৰহ। সহজ সংস্কৃত ভাষায় গল্পের পর গল্প সুন্দর ভাবে প্ৰকাশ করে সুখপাঠ্য ও হৃদয়গ্ৰাহী করে তুলতে বিশেষ বর্ণনা ve gris critics frt গল্পের দিক থেকে সংস্কৃত সাহিত্য অঙ্গাঙ্গ সাহিত্যের তুলনায় ততটা উন্নত না হলেও সংখ্যাল্পতার ভিতরেই পাণ্ডয়া যায় যথেষ্ট গুরুত্ব যেটাকে আমরা অন্তভাবে বলতে পারি বঙ্কিমচন্দ্রের মত, ‘এর যা আছে তা এরই’। তাই এর স্বাতন্ত্ৰ্য। গল্পগুলোর বৈশিষ্ট্য শুধু উপমা, অলঙ্কার, শ্লোক, চ'তুৰ্য্য ও বর্ণনার স্বাভাবিক সরলতার মধ্যে। এতে একদিক থেকে যেমন প্ৰকাশ পেয়েছে গভীৱ পাণ্ডিত্য অল্প দিকে তেমনি পরিচয় পাওয়া গেছে গল্পগুলোর জনপ্রিয়তার। বিষয়বস্তুর ভিতর জটিলতা, তত্ত্বালোচনা মূলক কিছু দেখা যায় না। তাই সব শ্ৰেণীয় পাঠকদের মন সহজেই আকৃষ্ট হয়। গল্পগুলোতে বিষয়বস্তুর সরলতার সঙ্গে তুলনামূলক চরিত্র স্বষ্টিয় দ্বারা গল্পাংশকে একটা সুন্টু গতি দেওয়ার জন্যে সংস্কৃত গল্পের স্থান অনেকটা উচুতে। গল্প-বৰ্ণিত চরিত্রগুলো ভাই এতটা পরিচিত আমাদের কাছে, ঘাশের উদাহরণ আজও আমাদের সাংসারিক ও সামাজিক জীবনের যথেষ্ট কাজের। এখানে সংস্কৃষ্ঠা ፵Kሽሻ ማዛKäኛሜi ]