পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ও সমাজ BDut DBLBL BSLSBBBB BTOi BBuBD DBLSSuB KLLB DT মহাশয়, সমবেত ভদ্রমহিলাবৃন্ধ ও বন্ধুগণ-প্রবাসী বঙ্গী-সাহিত্য সম্মেলনে সমগ্ৰ উত্তর ভারতের বাঙ্গালী সমাজের সাহিত্যিক প্রতিনিধি ; আমার সৌভাগ্য যে, আজ বাংলাদেশ থেকে এই সুদুল মীয়াটে এসে সেই সম্মেলনের উৎসব স্বচক্ষে দেখবার সুযোগলাভ করেছি। আপনাদের সম্মেলনে (বঙ্গী-সাহিত্য শাখায়) পৌরোহিত্য করতে আহবান করে আমাকে Eu LL KBKz D DLLLBSBKz B sBLB BDD BDDBL BDB DDBLDL স্বীকার করি। এই সম্মেলনে যোগদান করার একটি অন্তনিহিত তাগিদ অামার আছে ; কাgণ লেখকের প্রথম প্রয়োজন বৃহত্তর সমাজ ও গোষ্ঠীৱ সংস্পর্শে আলা। আপনারা এ সুযোগ দান করেচেন আমাদের, বাংলার সাহিত্যসেবিগণ সকলেই এর উপকারিতা সম্বন্ধে সূচাইেতন ! বৰ্ত্তমানে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সুসংবাদ, এন্ম সাহিত্যে ক্রমশঃ সমাজ-চেতনায় মুখর হয়ে উঠছে। গত মন্বন্তরের পর থেকে বাংলা সাহিত্যে এই লক্ষণটি অতি সুস্পষ্ট হয়ে উঠেচে আরও বেশি করে। তারাশঙ্কর, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অচিন্তাকুমার সেনগুপ্ত প্রভৃতি লেখকগণ এ সম্বন্ধে পথপ্রদর্শক। তঁদেৱ বৈশিষ্ট্য একদিন বাংলা সাহিত্যের ইতিহাসে পৃথক অধ্যায় স্থািট করবে। এই সমাজচেতনা ব্যক্তিবোধের সঙ্গে বিরোধিতা করেনি, বরং তাকে আরও বাস্তব ও আরও সক্রিয় করে তুলতে চেরেচে। সেই সমাজবো অনিষ্টকর বা কিনা মানুষের দলবদ্ধ জীবনযাপনের দাবী নিয়ে ব্যক্তিবোধকে ক্ষুন্ন করে। সাহিত্যের সবচেয়ে বড় কথা এই ধ্যক্তিবোধ । ব্যক্তিস্বাভয়া প্ৰতিষ্ঠার প্রশ্ন ইতিহাসেৰ সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ নিয়ে ইতিহাস, মানুষ নিয়েই সাহিত্য । আশা ও নিরাশার অনুভূতিতে সদাচঞ্চল কতকগুলি মানুষ নিয়েই যেমন সমাজ, তাদের প্রত্যেকের অনুভূতির চৱিতাৰ্থতা দিয়েই সমাজবোধের SBK SuCL DBuBBLL BBBLL DBBDg BDK KLD MLL S SBOgL DBBDDLE সাহিত্যে অবাস্তুর নয়, মূল উপাদান। মানুষ আকাশে বাস করে না, সমাজে বাস করে ; তাই নভোচারী সাহিত্য তাকে স্বপ্নালু করে তুলতে পায়ে, জীবনযাপনের সমস্যাসমূহের * 5 F1 1 বাংলাদেশ বিখন এত বড় মন্বন্তরের সম্মুখীন হোল, বাংলার রসমষ্টি সাহিত্যিকদেৱ মনে তা যথেষ্ট বেদনা ও আবেগের স্বষ্টি করে গেল। তারা প্ৰথমে চোখ, মেলে চেয়ে দেখায় সুযোগ পেলেন। কল্পনায় রসবিলাস নিয়ে সাহিত্য রচনা করলে তা সাজ নিতান্ত অসায় বলে পরিগণিত হবে জাতির উগ্ৰ বেদনাবোধের সম্মুখে। জাতিকে অগ্ন সাহায্য করবে না। Y BBBBDLt D BDD KD BLB BBDS BBBt DBB BBBt মধ্যেও বহু সায়নারীকে দিব্য আন্নামে সোনায় পালঙ্কে অরে রাজভোগ খেয়ে মোটরচারী বিলাস-ব্যসনের পঙ্কে নিমজিত থাকতে দেখে তারা বুঝলেন, দেশ সজাগ হয়নি। তারা