পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&धयीदह्रौं KN প্ৰধান উপন্সাসের সংখ্যা হাতে গুণে ঠিক করা যায়। গত মহাযুদ্ধের পরে ইউরোপীয় সাহিত্যক্ষেত্রে ফরাসী লেখক ও সমালোচক জুলিয়ান বেন্দা এই মননগ্ৰধান কথাশিল্পের ক্ষেত্র তৈরী করেন, তার আন্দোলনকে তখন অনেকে সাময়িক হুজুগ বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজি এই শ্রেণীর উপক্সাস ইউরোপীয় সাহিত্যে ক্রমশ: দেখা দিতে শুরু করেচে। যদিও একথা নিঃসন্দেহে বলা যায়, নামজাদা ইউরোপীয় লেখকদের মধ্যে প্ৰায় সকলেই সাবেক পন্থী। ওদেশের পাঠক মনেরও গ্রহীফুতার প্রসারিতা যে আমাদের দেশের চেয়ে বেশী নয়, বৃটিশ সাহিত্যের দরবারে জেমস জয়েসের মত থাটি মনন প্রধান লেখকের অভ্যর্থনা লক্ষ্য করলেই সেটি অনুমিত হয়। শরৎচন্দ্রের কিছু পূৰ্ব থেকে আমাদের সাহিত্যে একটা অস্পষ্ট ব্যক্তিকেন্দ্ৰিক সুর ধ্বনিত্ত হচ্ছিল। ব্যষ্টি সমষ্টির মুখ চেয়ে কেন নিজের সুখ-সুবিধার বিসর্জন দেবে এই একটি কঠিন সমস্তামূলক প্রশ্ন ক্ৰমশঃ ঠেলে উঠছিল সাহিত্যে-শরৎ-সাহিত্যে সেই ব্যষ্টিকেন্দ্রের সুর অতি স্পষ্ট হয়ে উঠলো। এইটিই আসলে শরৎ-সাহিত্যের মূল সুর ; সহৃদয়তা ও মানবতা শরৎসাহিত্যের আর একটি সুর। শরৎচন্দ্রের শ্ৰেষ্ঠ বইগুলির রচনা। যখন প্ৰায় শেষ হয়ে এসেচে। তখন বাংলা সাহিত্যে একটি DLSEDD LBBB LLLBS LB BDBDuB Kuiu uBDBBB DDBDuuD S S SDDSDBDB DS B এই আন্দোলনের নেতৃস্থানীয়দিগের অন্যতম মুখপত্র। ব্যক্তিত্বের উদ্দাম সাধনাই এই সময়ের BB Bz Y BBDu DDBDS g tgD DB BDBDBD DD BB BBD BDD DB DBB DDD কাল্পনিক, বিভিন্ন রঙে প্ৰতিফলিত হয়ে দেখা দিতে লাগলো পাঠকদের সামনে । এই আন্দোলন যথেষ্ট তিরস্কৃত হয়েছিল সে সময়, সে কথা সে যুগের পাঠকের অজ্ঞাত নয়, কিন্তু সেই নব আলোড়নের সংহত শক্তি বাংলায় একদল নতুন শ্রেণীর পাঠক-পাঠিকা তৈরী করেছিল। লেখকদের নব দৃষ্টিভঙ্গী অলক্ষ্যে আশ্ৰয় করেছিল পাঠকদের। সাহিত্যের ইতিহাসে একটি বড় সুলক্ষণ এই যে, নব আন্দোলনের লেখকরা গ্ৰহী ফু পাঠকদল স্বষ্টি করেন। যাদের রসবোধ ও দৃষ্টিভঙ্গী পুৰ্ব্ব যুগের পাঠক সম্প্রদায়ের চেয়ে অনেক অগ্রসর । শরৎপূর্ব বা রবীন্দ্ৰপুৰ্ব্ব যুগের উপন্যাস বৰ্ত্তমানের অতি তরুণ পাঠক-পাঠিকার কাছে জোলো এবং ফিকে ঠেকবে। বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবিশিষ্ট এ পৰ্য্যায়ে পড়ে না-তিনি ছিলেন যুগ্নপ্ৰবৰ্ত্তক আচাৰ্য্য, তঁর অসামান্য প্ৰতিভা সাধারণ লেখকদিগের দুরধিগম্য, তার দুঃসাহসিকতা এখনও পৰ্য্যস্ত বাঙ্গালীর লেখকদের নিকট আদর্শস্থানীয় হয়ে অাছে এবং চিরকাল থাকবে । কবি বা শিল্পী মানসের স্বতঃস্ফুৰ্ত্ত আনন্দ থেকে রসসৃষ্টি সম্ভব হয়। এবিষয়ে শিল্পীর BDL KBuBBD SBBuDuB LD uDuD E DDDB BBB BDBDBDB D S DDDDB লোকের তাগিদে বা বিরুদ্ধ সমালোচনায় তয়ে বা সন্তা হাততালি পাওয়ার লোভে অতি আধুনিক হওয়ার ষে চেষ্টা, লেখকের পক্ষে তা মৃত্যুর পথ। এই কথাটি আমাদের সকলেরই স্মরণ রাখা উচিত। এটি একটি বড় সত্য সাহিত্য ক্ষেত্রে এবং এই সত্যটি না মানার দরুণ বহু fo. 3. » R-Ra