পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[2୩ir# «9ጫ(9 এমন গােঁড়ামি সাহিত্যের ক্ষেত্রে মারাত্মক। সাহিত্যিকের চাই সেই সুগভীর অন্তর্দৃষ্টি, সেই উদার সহানুভূতি, যার ফলে জীবনকে অখণ্ডারপে তিনি বুঝতে ও জানতে পারেন। সেই দৃষ্টিভদী ও সেই সহানুভূতিই তার স্থাপন-ক্ষমতার মোড় ফিরিয়ে দেবে। সমাজ, দেশ, রাজনীতি সবকিছুরই রূপ সাহিত্যে ফুটে উঠবার অধিকার আছে, যদি তা রিসোন্তীর্ণ হয়। স্নালোস্ত্রীর্ণ সাহিত্যের একমাত্র মাপকাঠি, এ কথা যে কোন সাহিত্যিক জানেন, যে কোন শিল্পী জানেন । পরিশেষে ধারা অনুগ্রহ কয়ে আমায় এ সভায় এনে আমার বক্তব্যটি বলবার সুযোগ দ্বিয়োচেন, তাদের আয় একবার ঐকান্তিক ধন্যবাদ জাপান করছি। বন্দে মাতরম গঞ্জ