পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(নীচের ছয়খানি পত্র পত্নী শ্ৰীমতী রমা বন্দ্যোপাধ্যায়কে লিখিত ) विंडांगा, আঞ্জাই বনগী থেকে এসোচি সকালের ট্রেনে। কাল তোমাদের বাড়ী বদল করা হোলিকানুমামা। সেজন্ধে গিয়েছিল, জিনিসপত্র সব নিয়ে যাওয়া হোল, রাত নটার পরে আমরা YKB LLtt BTBB BBLBD tBK LBDB BBDS BBBD KBE D BD SKBBL গিয়ে দেখি গুটিকে এসেচে, সে কাল ছিল। সে গিয়েছিল থোকা, বাদু ওদের সঙ্গে। খেয়ে এসে আমরা বাড়ী বদল করলুম, অর্থাৎ শুতে গেলাম নতুন বাসায়। যাবার আগে আমাদের ছোট ঘরটিতে এসে এক দাঁড়ালাম একবায়। জানাল দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে ঘরে, নির্জন বাড়ীটা,- কারণ বেলু, দুনু, খোকা ইত্যাদি সকলে জগন্ধরির বাড়ী থেকে তখনো ফেরেনি। আমার কেবল মনে হছিল, যে বালিকার সঙ্গে এই ছোট ঘরটির অতি ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক, যার কতদিনের কত কথাবাৰ্ত্তা, ঝগড়া, বকুনি, আদর ভালবাসা, হাসি ও কান্না এই ঘরের হাওয়ার সঙ্গে মিশিয়ে আছে-সে ধেন এইমাত্র এখানে ছিল, কোথায় গিয়েচে, এখুনি এল বলে। কতক্ষণ তার নীরব প্ৰতীক্ষায় এক জানালার ধারে দাড়িয়ে রইলাম জ্যোৎস্নার আলোয়, আধা-অন্ধকারে খাবারের ঘরের মেজেতে তায় পদশব্দ শুনবার প্রত্যাশা করছি যেন প্ৰতিমুহূৰ্ত্তে— কিন্তু সে কই এল না তো ? সত্যিই এত কষ্ট হল মনে! যেন কাকে ছেড়ে যাচ্চি এই বাড়ীতে-গত একটি বৎসরের কতদিন, কত রাত্রির উদ্বেগ বিহীন আসরে যার ডাগর চোখের দৃষ্টি আমার নিঃসঙ্গতাকে দূর করেছে, --মনে আনন্দ পরিবেশন করেচে-এই বাড়ীতে তাঁর আঠারো বৎসরের ধৌবন ও নববিবাহিতার বহু অনভিজ্ঞ সাধ-আহলাদকে ফেলে গেলাম চিরকালের জন্যে-এই বাড়ীতেই তার সঙ্গে প্ৰথম পরিচয়ের দিনগুলি আনন্দপূর্ণ হয়ে উঠেছিল, বিবাহের পরে বহু বিনিস্ত্ৰ রন্ধনীর মধুময়ী স্মৃতিতে এই গৃহাভ্যন্তর আবেশতুর, আজ সে পরিবেশ ত্যাগ করে যেতে হচ্ছে। K E DDDL BDBB BLBBSDD BB DDDDBD BB BBBS DDLL DD কি সে সুরের প্রতিধ্বনি নিজেকে মুখর করে নি ? কল্যাণী, পরশু আমাদের বিবাহের দিনটি। আমার মনে আছে। কাল চিঠি ডাকে দিলে, আমাদের বিবাহের দিনের প্রভাতে চিঠি তোমার হাতে পড়বে। বহুদূরের যন্ত্রসঙ্গীতের মৃত্ত ধ্বনিত হোক তার মধ্যে আমাদের গত এক বৎসরের হাসি গল্প ও গান, প্ৰত্যাসিয়া মিলনযামিনীর মত অনঙ্গে মুখরিত হয়ে উঠুক। তার প্রতিটি ছাত্র-ঘে আনন্দ সৃষ্টির আরম্ভ থেকে নর ও নারীর পরস্পরের পরিচয়ের পথে বিচিত্র সেতু রচনা করে রেখেচে, যা আলস্যকে DDD DBD DBBS DB KKE BDi iLS আজ স্কুলে পদত্যাগপত্র দিয়েছি। তোমাকে বোধ হয় বলেছি, বনগ্রামে মেয়ে-স্কুলে হেডমাস্টারের পদ নেবার জন্তে হরিদা বলেছেন আমার। এদিকে পদ্মপুকুর স্কুলের হেতমাস্টার সুশীল মজুমদায় সজনীকে বলে রেখেচোন জানুয়াৱী মাস থেকে আমি যেন