পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোটনাগাৱা ফরেস্ট ৰাহুলো (the) R কল্যাণীয়াম্ম, আজ আমরা এখানে এসেছি, ঘন জঙ্গলের মধ্যে ক'দিন মোটরে এক স্থান থেকে আয় এক স্থানে থাকি। চারিদিকে শৈলশ্রেণী মণ্ডিত অপূৰ্ব্ব দৃশ্য। বন, খুব বন, যেমন বামিয়াবুকুতে দেখেছিলে। কাল এক জায়গায় বনে বেড়াতে গিয়ে ভালুকের ও বাইসনের পায়ের চিহ্ন অজস্র দেখেছি। এখানে বাঘের বড় উপদ্ৰৰ শুরু হয়েছে আজ ২৩ মাস। গত ১৫ দিনের মধ্যে ৩ জন লোককে বাঘে নিয়োচে এই বাহুলোর আশে পাশের জঙ্গল থেকে। ধনকুমায় হো বলে একজন লোকের সঙ্গে দেখা হোল কাল, সে বললে ২৩ ফুট লম্বা একটা পাইথন সাপ সে মেরেছিল। আজি কয়েক মাস হোল এই জঙ্গলে। কি সুন্দর যে বনের শোভা, কত ফুল ফুটে আছে সৰ্ব্বত্র । কাল রাত্রে বাংলো থেকে ময়ূরের ভাক শুনেছি। বাবলুকেমন আছে? আমার নাম করে কি না । আমি ৩ তারিখে মঙ্গলবার সন্ধ্যার সময়ে ষে চক্ৰধরপুর লোকাল ট্রেন ধায় ওখানে ৭টায়, ওতে ঘাটশিলায় পেঁৗছুবো। যদি ও দিন না বাই, তবে পরের দিন নিশ্চয়। কেতো যেন স্টেশনে থাকে। আজ এখুনি আমরা এখােন থেকে খালকোবাদ যাচ্চি। পথে বাবুড়ের নামক এক গভীর, বনমধ্যস্থ বাংলোর দুপুরের অ্যাহার সেয়ে নেবো। এখন বেলা নটা। চা খেয়ে বেঙ্কচ্চি। হরদয়াল সিংয়ের গাড়ী-দুখান মোটর আমাদের সঙ্গে আছে। হুটু ও বৌমাকে আশীৰ্বাদ দিও। হুটু এ সময় এখানে আসতে পারলে খুব ভাল হোণ্ড । རྩྭའི་སiགི་མོi༈ fན་e e cག་རྩft fསྟེe །རྩེfཅེས་མང་ཞི་སེ་ཅེ་ কল্যাণীয়াসু, স্বাগ মোটেই করতে পারবে না। কল্যাণী। এবার কাজে বড়ই ব্যস্ত ছিলাম, মাসের শেষ, এসে দেখি এক রাশি কাজ জমে আছে হাতে, সেজয়ে চিঠি দিতে দেরি হয়ে গেল। কিন্তু কি জায় এমন বেশি দেৰি ? চার দিন মোটে। তোমাদের ওখান থেকে এসে প্ৰথম দু দিন বড় মন খারাপ হয়, এবারও হয়েছিল এবং দুদিনের চেয়ে বেশি স্থায়ী ছিল । এখনও যে নেই তা নয়। তোমার কথা যে কত মনে ve f g i