পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকের নিবেদন 'বিভূতি-রচনাবলী' সম্পাদনার কাৰ্য্যে নানা সময়ে নানা ব্যক্তির নিকট হইতে অম্বাচিত ভাবে সাহাষা ও সহযোগিতা পাওয়া গিয়াছে { বিভূতিভূষণের প্রতি আকুষ্ঠিত শ্রদ্ধাই ইহার মূল কারণ। তবুও শ্ৰীযুক্ত পরিমল গোস্বামী, শ্ৰীযুক্ত শিবরাম চক্ৰবৰ্ত্তী, শ্ৰীযুক্ত নকুল চট্টোপাধ্যায়, শ্ৰীযুক্ত অসিত রায়চৌধুরী ও শ্ৰীমতী বাণী রায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্ৰীযুক্ত সবিতেন্দ্রনাথ রায় ও শ্ৰীযুক্ত মণীশ চক্ৰবৰ্ত্তীর ঋণ শোধ হইবার নয়। তঁহাৱা সম্পাদনা ও রচনাবলী প্ৰকাশনার প্রতিটি স্তরে অকুষ্ঠিত ভাবে উপদেশ ও নানাভাবে সাহায্য করিয়াছেন। রচনাবলীর প্রতিটি খণ্ড সুমুদ্রিত ও দ্রুত প্রকাশিত করার কাজে মেসাস পি. এম. বাঁকুচি স্থ্যাও কোম্পানী প্রাইভেট লিমিটেড-এর ডাইরেক্টর শ্ৰীতিরুণ বাঙ্কচি ও প্রেস ম্যানেজার শ্ৰীমণীন্দ্রকুমার সরকার সহায়তা করিয়াছেন। সেজন্য তঁহাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। তঁহাদের ধন্যবাদ দিয়া থাটাে করিব না। বিভূতিভূষণের অপ্রকাশিত রচনা এখনও আরও কিছু রহিয়া গেল। সুযোগ সুবিধামত সেগুলি সংগৃহীত হইলে একটি-দুটি খণ্ড প্ৰকাশ করা যাইতে পারে। অসংখ্য সাময়িক পত্র এবং ব্যক্তিগত সংগ্রহে তাহার গল্প, দিনলিপি ও পত্ৰাদি বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া আছে। এই রচনাগুলি একত্র করিয়া মুদ্রিত করা দুরূহ কাৰ্য্য। কিছু সময় লাগিবে। আশা করা যায় বিভূতি-সাহিত্য-রসিকদের সহযোগিতায় dकनि कैथलि ज९जश् ब्रा गश्य श्व।